এদিন কৃষক ও কেন্দ্রের ষষ্ঠ দফার বৈঠক হওয়ার কথা ছিল ৷ কিন্তু কৃষকরা নেতারা মঙ্গলবার রাতেই জানিয়ে দেয় যে, সরকারের প্রস্তাব পেলে তা নিয়ে নিজেদের মধ্যে প্রথমে আলোচনা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে ৷
সেই অনুযায়ী এদিন তিনটি কৃষি বিলে সংশোধন করে পাঠানো হয় সরকারের তরফে । যদিও, আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, সংশোধনী নয়, তিনটি কৃষি বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে।
advertisement
কৃষক নেতারা জানিয়েছেন, ‘সরকারের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল ৷ প্রস্তাব পড়ার পর সেটি আমারা খারিজ করে দিয়েছি ৷’ পাশাপাশি কৃষকরা জানিয়েছেন , আইন প্রত্যাহার না করা হলে তারা আন্দোলন জারি রাখবে ৷ সমস্ত জেলায় ১৪ ডিসেম্বর ধর্নায় বসবে কৃষকরা ৷ ১২ ডিসেম্বর জয়পুর-দিল্লি জাতীয় সড়ক ব্লক করা হবে ৷
কৃষক আন্দোলনের অন্যতম নেতা যোগেন্দ্র যাদব জানিয়েছেন ,‘সরকার বৈঠকে যে আশ্বাস দিয়েছিল তা প্রস্তাবে ঠিক করে লেখা নেই ৷’ তাদের দাবি মানা না হলে জারি থাকবে আন্দোলন ৷