TRENDING:

সরকারের প্রস্তাবে সরাসরি 'না,' জারি থাকবে আন্দোলন, জাতীয় সড়ক অবরুদ্ধ করবেন কৃষকরা

Last Updated:

কৃষকরা দিল্লি-উত্তরপ্রদেশ জাতীয় সড়ক ও রাজস্থানের জাতীয় সড়ক অবরোধ করার প্রস্তুতি নিচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নয়া কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনে অনড় কৃষকরা ৷ সরকারের তরফে যে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছিল তা মানতে নারাজ কৃষক সংগঠনগুলি ৷ এরপর কৃষক নেতাদের হওয়া বৈঠকে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এবার কৃষকরা দিল্লি-উত্তরপ্রদেশ জাতীয় সড়ক ও রাজস্থানের জাতীয় সড়ক অবরোধ করার প্রস্তুতি নিচ্ছে ৷ এর পাশাপাশি দিল্লিতে অবরোধ করতে পারেন তাঁরা ৷
advertisement

এদিন কৃষক ও কেন্দ্রের ষষ্ঠ দফার বৈঠক হওয়ার কথা ছিল ৷ কিন্তু কৃষকরা নেতারা মঙ্গলবার রাতেই জানিয়ে দেয় যে, সরকারের প্রস্তাব পেলে তা নিয়ে নিজেদের মধ্যে প্রথমে আলোচনা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে ৷

সেই অনুযায়ী এদিন তিনটি কৃষি বিলে সংশোধন করে পাঠানো হয় সরকারের তরফে । যদিও, আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, সংশোধনী নয়, তিনটি কৃষি বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে।

advertisement

কৃষক নেতারা জানিয়েছেন, ‘সরকারের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল ৷ প্রস্তাব পড়ার পর সেটি আমারা খারিজ করে দিয়েছি ৷’ পাশাপাশি কৃষকরা জানিয়েছেন , আইন প্রত্যাহার না করা হলে তারা আন্দোলন জারি রাখবে ৷ সমস্ত জেলায় ১৪ ডিসেম্বর ধর্নায় বসবে কৃষকরা ৷ ১২ ডিসেম্বর জয়পুর-দিল্লি জাতীয় সড়ক ব্লক করা হবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

কৃষক আন্দোলনের  অন্যতম নেতা যোগেন্দ্র যাদব জানিয়েছেন ,‘সরকার বৈঠকে যে আশ্বাস দিয়েছিল তা প্রস্তাবে ঠিক করে লেখা নেই ৷’ তাদের দাবি মানা না হলে জারি থাকবে আন্দোলন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সরকারের প্রস্তাবে সরাসরি 'না,' জারি থাকবে আন্দোলন, জাতীয় সড়ক অবরুদ্ধ করবেন কৃষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল