এই কর্মসূচীতে নির্বাচিত ২০০ জন আন্দোলনকারী নিয়ে প্রতিদিন বিক্ষোভ হবে বলে জানা যাচ্ছে। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ শুরু করতে চলেছেন কৃষকরা। তবে সংসদের বাইরেও তাঁরা বিক্ষোভের ডাক দিয়েছেন। যদিও বুধবার সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে সংসদের সামনে কর্মসূচির অনুমোদন দিল না দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশের প্রস্তাব মেনে অন্যত্র আন্দোলন কর্মসূচি পালন করতে নারাজ কৃষক নেতারাও। আর তাই বৃহস্পতিবার ফের রাজধানী উত্তপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে দিল্লির গাজিয়াবাদ, সিংঘু, টিকরি সীমান্ত ও লালকেল্লায়। বৃহস্পতিবার বন্ধ রাখা হবে লালকেল্লা ও সংসদ ভবন সংলগ্ন নয়টি মেট্রো স্টেশন।
advertisement
প্রসঙ্গত, ২০২০-র নভেম্বর থেকে দিল্লির সীমান্ত এলাকায় কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। প্রথম থেকে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চললেও, ২০২১ এ সাধারণতন্ত্র দিবসে কৃষক আন্দোলনের ট্রাক্টর মিছিল চরম রূপ নেয়। হিংসা ছড়ায় রাজধানীতে। সাধারণতন্ত্র দিবসে কৃষক আন্দোলনের ট্রাক্টর মিছিল চরম রূপ নেয়। হিংসা ছড়ায় রাজধানীতে।সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় ধুন্ধুমার কাণ্ডের পরেই প্রশ্নের মুখে পড়েন কৃষকরা। যদিও এই ধুন্ধুমারের পিছনে বহু বহিরাগতের হাত ছিল বলে দাবি করেছিলেন কৃষক নেতারা। ঘটনাটি বড় আকার নিয়েছিল। ফের যাতে রাজধানীতে এমন অশান্তি না ছড়ায় তার জন্য নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ।
Rajib Chakraborty