TRENDING:

নকল হইতে সাবধান! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বিক্রমের Fake ছবি

Last Updated:

ল্যান্ডারের খবর পাওয়ার পর থেকে বহু মানুষ বিক্রম ল্যান্ডার স্পোটেড হ্যাশট্যাগ দিয়ে নাসার একাধিক পুরনো ছবি শেয়ার করেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চাঁদের নামার আগের মুহূর্তে বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় ইসরোর। ইসরোর কন্ট্রোল রুম রেকর্ড বলছে, চাঁদের মাত্র ২১০০ মিটার ওপরে থাকার সময় যোগাযোগ হারিয়ে বিক্রমের সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়। ওইটুকু সময় পার করতে সময় লাগত সর্বোচ্চ ৪ মিনিট। কিন্তু তার আগেই যোগাযোগ বিছিন্ন হয়ে যায় ৷
advertisement

রবিবার অরবিটারের তোলা ছবিতে ধরা পড়ে বিক্রমের ছবি।ইসরো অবশ্য জানিয়েছিল, অরবিটার একেবারে ঠিকঠাক কাজ করছে। সেই অরবিটরই বিক্রমের খবর দিল। জানা গিয়েছে, বিক্রম হার্ড ল্যান্ডিং করেছে ৷ কিন্তু পরিকল্পনা ছিল সফ্ট ল্যান্ডিং করানোর ৷ শিবন জানিয়েছেন, এটি একটি কঠিন ল্যান্ডিং ছিল ৷

চন্দ্রযান ২ এর অরবিটারের অন বোর্ড ক্যামেরায় ক্যাপচার হওয়া ছবিতে ল্যান্ডারের লোকেশন জানা গিয়েছে ৷ অন্যদিকে অরবিটার ঠিকঠাক কাজ করছে ৷ বিক্রম কোথায়? ইসরোর মতোই উৎকণ্ঠায় ছিল ১৩০ কোটি ভারতবাসী। রবিবার বেলায় কিছুটা হলেও আশার খবর। আবারও বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব বলে আশা করা হচ্ছে ৷

advertisement

ল্যান্ডারের খবর পাওয়ার পর থেকে বহু মানুষ বিক্রম ল্যান্ডার স্পোটেড হ্যাশট্যাগ দিয়ে নাসার একাধিক পুরনো ছবি শেয়ার করেছে ৷ এমনকি ইসরোর মাধ্যমে ছবি প্রকাশ করা হয়েছে বলে অনেকেই দাবি করেছেন ৷ ট্যুইটে এই ছবিগুলি মুহূর্তের মধ্যে ট্রেন্ড করতে শুরু করে দিয়েছে ৷

এই ছবিগুলি রিভার্স গুগল সার্চ করতেই জানা যাচ্ছে যে ওপোলো ১৬ ল্যান্ডিং সাইটের ছবি ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই ছবিগুলি ফেক ৷

advertisement

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
নকল হইতে সাবধান! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বিক্রমের Fake ছবি