রবিবার অরবিটারের তোলা ছবিতে ধরা পড়ে বিক্রমের ছবি।ইসরো অবশ্য জানিয়েছিল, অরবিটার একেবারে ঠিকঠাক কাজ করছে। সেই অরবিটরই বিক্রমের খবর দিল। জানা গিয়েছে, বিক্রম হার্ড ল্যান্ডিং করেছে ৷ কিন্তু পরিকল্পনা ছিল সফ্ট ল্যান্ডিং করানোর ৷ শিবন জানিয়েছেন, এটি একটি কঠিন ল্যান্ডিং ছিল ৷
চন্দ্রযান ২ এর অরবিটারের অন বোর্ড ক্যামেরায় ক্যাপচার হওয়া ছবিতে ল্যান্ডারের লোকেশন জানা গিয়েছে ৷ অন্যদিকে অরবিটার ঠিকঠাক কাজ করছে ৷ বিক্রম কোথায়? ইসরোর মতোই উৎকণ্ঠায় ছিল ১৩০ কোটি ভারতবাসী। রবিবার বেলায় কিছুটা হলেও আশার খবর। আবারও বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব বলে আশা করা হচ্ছে ৷
advertisement
ল্যান্ডারের খবর পাওয়ার পর থেকে বহু মানুষ বিক্রম ল্যান্ডার স্পোটেড হ্যাশট্যাগ দিয়ে নাসার একাধিক পুরনো ছবি শেয়ার করেছে ৷ এমনকি ইসরোর মাধ্যমে ছবি প্রকাশ করা হয়েছে বলে অনেকেই দাবি করেছেন ৷ ট্যুইটে এই ছবিগুলি মুহূর্তের মধ্যে ট্রেন্ড করতে শুরু করে দিয়েছে ৷
এই ছবিগুলি রিভার্স গুগল সার্চ করতেই জানা যাচ্ছে যে ওপোলো ১৬ ল্যান্ডিং সাইটের ছবি ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই ছবিগুলি ফেক ৷
Finally, Vikram Lander Is Found