TRENDING:

বাজারে ছড়াছড়ি নকল ২০০০ ও ৫০০ টাকার নোট, গ্রেফতার চক্রের অন্যতম পাণ্ডা

Last Updated:

সীমান্তের ওপার থেকে আসা নকল নোটে আপাতত বাধা সৃষ্টি করা গেলেও দেশের বেশ কয়েকটি প্রান্তে ইতিমধ্যেই রমরমিয়ে চলছে জাল নোটের র‍্যাকেট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: কালো টাকা ও জাল নোটের বিরুদ্ধে মোদির সার্জিক্যাল স্ট্রাইক ৷ প্রধানমন্ত্রীর ঘোষণায় রাতারাতি বাতিল ৫০০ ও ১০০০ ৷ এর জেরে সীমান্তের ওপার থেকে আসা নকল নোটে আপাতত বাধা সৃষ্টি করা গেলেও দেশের বেশ কয়েকটি প্রান্তে ইতিমধ্যেই রমরমিয়ে চলছে জাল নোটের র‍্যাকেট ৷
advertisement

উত্তরপ্রদেশ ক্রাইম ব্রাঞ্চের সম্প্রতি নকল নোট ছাপার একটি কারখানার হদিশ পায় ৷ হানা দিতেই হাতেনাতে ধরে ফেলে র‍্যাকেটের বেশ কয়েকজন সদস্যকে ৷ জানা গিয়েছে, জাল নোট-সহ র‍্যাকেটের দু’জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে ৷ ওই মহিলারা সম্পর্কে দুই বোন বলে জানা গিয়েছে৷

জেরায় জানা গিয়েছে, মহিলার সঙ্গে যুক্ত ছিলেন তাদের এক বন্ধু ৷ পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী ওই বন্ধুকে গ্রেফতার করা হয়েছে৷ ২০০০ টাকার নোট স্ক্যান করে জাল নোট তৈরি করার কাজ করতো এই র‍্যাকেট ৷ ধৃতরা হলেন মহম্মদ খালিদ, রীতু ত্রিপাঠি ও বিনীতা পাণ্ডে ৷ ৫০০ ও ২০০০ টাকার নকস নোটের ২ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

প্রিন্টারের সাহায্য নোটগুলি স্ক্যান করে নকল নোট ছাপার কাজ করতেন তারা ৷ প্রথমে দেখলে নোটগুলি নিয়ে কারোর সন্দেহ হওয়ার কোনও অবকাশ নেই ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে র‍্যাকেটে আর কে জড়িত রয়েছে সে বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷

বাংলা খবর/ খবর/দেশ/
বাজারে ছড়াছড়ি নকল ২০০০ ও ৫০০ টাকার নোট, গ্রেফতার চক্রের অন্যতম পাণ্ডা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল