উত্তরপ্রদেশ ক্রাইম ব্রাঞ্চের সম্প্রতি নকল নোট ছাপার একটি কারখানার হদিশ পায় ৷ হানা দিতেই হাতেনাতে ধরে ফেলে র্যাকেটের বেশ কয়েকজন সদস্যকে ৷ জানা গিয়েছে, জাল নোট-সহ র্যাকেটের দু’জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে ৷ ওই মহিলারা সম্পর্কে দুই বোন বলে জানা গিয়েছে৷
জেরায় জানা গিয়েছে, মহিলার সঙ্গে যুক্ত ছিলেন তাদের এক বন্ধু ৷ পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী ওই বন্ধুকে গ্রেফতার করা হয়েছে৷ ২০০০ টাকার নোট স্ক্যান করে জাল নোট তৈরি করার কাজ করতো এই র্যাকেট ৷ ধৃতরা হলেন মহম্মদ খালিদ, রীতু ত্রিপাঠি ও বিনীতা পাণ্ডে ৷ ৫০০ ও ২০০০ টাকার নকস নোটের ২ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ ৷
advertisement
প্রিন্টারের সাহায্য নোটগুলি স্ক্যান করে নকল নোট ছাপার কাজ করতেন তারা ৷ প্রথমে দেখলে নোটগুলি নিয়ে কারোর সন্দেহ হওয়ার কোনও অবকাশ নেই ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে র্যাকেটে আর কে জড়িত রয়েছে সে বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷