আরও পড়ুন: আজ মেগা ইভেন্ট, রাজ্য সরকারের উদ্যোগে রেড রোডে দুর্গাপুজোর বিসর্জন কার্নিভ্যাল
এরপরই একটি খবর ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় যে দুর্ঘটনার অনুতাপে আত্মহত্যা করেছেন ট্রেনের চালক ৷ এমনকি দেশ কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ছবিতে দেখা গিয়েছে যে গলায় ফাঁস লাগিয়ে একটি ব্রিজ থেকে ঝুলছেন ব্যক্তি ৷ ছবির নীচে অনেকেই দাবি করেছেন যে ঝুলন্ত ব্যক্তি অমৃতসর দুর্ঘটনার DMU ট্রেনের চালক তিনি ৷ অনেকেই আবার রাজনীতিকদের এর জন্য দায়ীও করেছেন ৷
advertisement
আরও পড়ুন: দেশজুড়ে বাজি নিষিদ্ধ? আজ রায় শীর্ষ আদালতের
খবরটি ছড়িয়ে পড়লেও যিনি ট্যুইটারে প্রথম খবরটি শেয়ার করেছিলেন তিনি ট্যুইটটি ডিলিট করে দিয়েছে ৷ তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও খরবটি সত্যি নয় ৷ আসল সত্যিটা হল DMU এর চালক আত্মহত্য করেননি ৷ তিনি সুরক্ষিত রয়েছেন ৷ বর্তমানে তিনি পঞ্জাব রেলের হেফাজতে রেয়েছে ৷ তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷