TRENDING:

জুনের প্রথম দিন থেকেই চাপল বাড়তি করের বোঝা 

Last Updated:

বাড়তি কর নিয়ে জুনের প্রথম দিন থেকে পরিষেবা করের হার দাঁড়াচ্ছে ১৫ শতাংশ। এর ফলে রেস্তোঁরার বিল থেকে ট্রেন, বিমানের টিকিট, সিনেমা-সহ সমস্ত বিনোদন এমনকী, খাদ্যপণ্যের দামেও বাড়তি টাকা গুণতে হবে করদাতাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:   কৃষি কল্যাণ সেস নামে পরিষেবা করের উপর যুক্ত হল বাড়তি ০.৫ শতাংশ কর।
advertisement

বাড়তি কর নিয়ে জুনের প্রথম দিন থেকে পরিষেবা করের হার দাঁড়াচ্ছে ১৫ শতাংশ। এর ফলে রেস্তোঁরার বিল থেকে ট্রেন, বিমানের টিকিট, সিনেমা-সহ সমস্ত বিনোদন এমনকী, খাদ্যপণ্যের দামেও বাড়তি টাকা গুণতে হবে করদাতাদের।

কৃষি কল্যাণ সেস থেকে বাড়তি ৪ হাজার কোটি টাকা তুলতে চায় কেন্দ্র। এই নিয়ে গত দু’ যবছরে তিন বার পরিষেবা কর বাড়াল বিজেপি সরকার।

advertisement

এদিকে আজ থেকেই বাড়ল অনেক জিনিসের দাম ৷  বাজেট ঘোষণার সময়ই অর্থমন্ত্রী অরুণ জেটলি এবিষয়টি ঘোষণা করেছিলেন ৷  আজ থেকে দেশ জুড়ে যে সমস্ত জিনিসের দাম বাড়ছে , সেটা একবার দেখে নেওয়া যাক-

১) গাড়ি

২) চুরুট

৩) সিগারেট

৪) তামাকজাত দ্রব্য

advertisement

৫) সমস্তরকমের বিল। যেমন- ইলেকট্রিক বিল, রেস্তোঁরার বিল

৬) ১ হাজার টাকার উপরের রেডিমেড পোশাক

৭) সোনা, রুপো বা সোনা-রুপোর গয়না

৮) মিনারেল ওয়াটার

৯) অ্যালুমিনিয়াম ফয়েল

১০) বিমান ভ্রমণ

১১) প্লাস্টিক ব্যাগ

১২) রোপওয়ে বা কেবল কার রাইড

advertisement

১৩) ইম্পোর্টেড ইমিটেশনের গয়না

১৪) ইনডাস্ট্রিয়াল সোলার ওয়াটার হিটার

১৫) আইনি পরিষেবা

১৬) লটারির টিকিট

১৭) প্যাকার্স অ্যান্ড মুভার্স

১৮) ই-রিডিং ডিভাইস

১৯) সোনার বার

২০) ইম্পোর্টেড গল্ফ কার

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

২১) ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের ইনস্ট্রুমেন্ট

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
জুনের প্রথম দিন থেকেই চাপল বাড়তি করের বোঝা