TRENDING:

ধর্ষক বাবার ডেরায় ফের তল্লাশি, হদিশ মিলল অবৈধ বিস্ফোরক তৈরির কারখানার

Last Updated:

ধর্ষক বাবার ডেরায় ফের তল্লাশি। গতকালের পর আজও সিরসায় রামরহিমের ডেরায় তল্লাশি শুরু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রোহতক: ধর্ষক বাবার ডেরায় ফের তল্লাশি। গতকালের পর আজও সিরসায় রামরহিমের ডেরায় তল্লাশি শুরু হয়েছে। এর আগে বাবার ডেরায় মজুত করা প্রচুর আগ্নেয়াস্ত্র হরিয়ানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আরও কোনও আগ্নেয়াস্ত্র আছে কিনা, তার জন্যই তল্লাশি চালাচ্ছে পুলিশ।
advertisement

গতকালের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় তিন হাজার ডিজাইনার পোশাক, ১৫০০ জুতো, নম্বরহীন বিলাসবহুল গাড়ি, ও নগদ টাকা। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে সিরসায় রাম রহিমের ডেরায় তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী ৷ আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছএ ৪১ প্যারামিলিটারি কোম্পানি ৷ মোতায়েন ৪ কলাম সেনা, ৪ জেলার পুলিশ, ১টি ডগ স্কোয়াড, সোয়াট দল ৷ তল্লাশি অভিযানের জন্য রাম রহিমের ডেরা সংলগ্ন এলাকায় কার্ফু জারি করা হয় ৷

advertisement

আজও করা নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে তল্লাশি অভিযান ৷ হদিশ মিলেছে অবৈধ বিস্ফোরক তৈরির কারখানার ৷

ডেরা থেকে ৮০ কার্টন বিস্ফোরক ৷ ডেরা কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে যে ওই বিস্ফোরক বাজি তৈরি কাজে ব্যবহার করা হত ৷ ফরেন্সিক দলের সদস্যরা গিয়ে বিস্ফোরকগুলো পরীক্ষা করবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে কারখানাটি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুক্রবার ডেরার কয়েকটি ঘর সিল করা হয়। তল্লাশিতে উদ্ধার হয় ল্যাপটপ, হার্ডডিস্ক, প্রচুর বাতিল নোট, নিজস্ব মুদ্রা, দামি গাড়ি ও কিছু ওষুধপত্র। ডেরা থেকে দু'জন নাবালককে উদ্ধার করা হয়। তাদের হোমে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, আজও সন্ধে পর্যন্ত তল্লাশি অভিযান চলবে। গতকালের মতো কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ডেরা সংলগ্ন এলাকা। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ, আধাসেনা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ধর্ষক বাবার ডেরায় ফের তল্লাশি, হদিশ মিলল অবৈধ বিস্ফোরক তৈরির কারখানার