যদিও ঘটনাস্থলে দ্রুত পৌঁছে বিস্ফোরণের কোনও প্রমাণ পায়নি পুলিশ৷ তবে ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার করে পুলিশ৷
আরও পড়ুন: মমতা চেয়েছিলেন বারাণসী, কোথা থেকে প্রার্থী হবেন প্রিয়াঙ্কা গান্ধি? থাকতে পারে বিরাট চমক
পুলিশ সূত্রে খবর, দূতাবাসের অদূরে একটি ফাঁকা জমির ভিতর থেকে ওই চিঠিটি উদ্ধার হয়৷ ইজরায়েলি দূতাবাসকে উদ্দেশ্য করেই চিঠিটি লেখা হয়েছে বলে খবর৷ একটি পতাকায় মোড়া অবস্থায় চিঠিটি পাওয়া যায়৷ তবে চিঠিতে কী লেখা ছিল, তা এখনও জানা সম্ভব হয়নি৷
advertisement
দিল্লিতে নিযুক্ত ইজরায়েলের সহকারী রাষ্ট্রদূত ওহাদ নাকাশ কায়নার একটি ভিডিও বার্তায় বলেন, ‘আজ বিকেল পাঁচটার কিছু পরে দূতাবাসের খুব কাছে একটি বিস্ফোরণ ঘটে৷ আমাদের সব কর্মী, কূটনীতিক নিরাপদে আছেন৷ দিল্লি পুলিশের সঙ্গে মিলে আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক এবং কর্মীরা একযোগে কাজ করছেন৷’