বিশ্বাসকুমার রমেশের এই অলৌকিক রক্ষার পর থেকেই চর্চায় রয়েছে ড্রিমলাইনার বিমানের ১১এ আসনটি৷ যাত্রী থেকে শুরু করে বিমান বিশেষজ্ঞ, প্রত্যেকের মধ্যে একটা বিষয় নিয়েই চর্চা চলছে, বিমানের নিরাপদতম আসন কোনটি?
আরও পড়ুন: টেক অফের পরই চালকদের মারাত্মক ভুল? অভিশপ্ত বিমানে দুই অস্বাভাবিকতা, ধরে ফেললেন অভিজ্ঞ পাইলট
কিন্তু বিমানে কি সত্যিই নিরাপদতম আসন বলে কিছু হয়? বিমান বিশেষজ্ঞ অঙ্গদ সিং-এর কথায়, বিমানে সে অর্থে কোনও আসনই নিরাপদ নয়৷ যদিও ওই বিশেষজ্ঞের কথায়, অতীতে বিভিন্ন বিমান দুর্ঘটনার পরিসংখ্যান খতিয়ে দেখা গিয়েছে, বিমানের সামনের এবং পিছনের দিকের আসনগুলিই তুলনামূলক ভাবে নিরাপদ৷
advertisement
অঙ্গদ সিং বলেন, ১১এ আসনটি বিমানের মাঝখানে ছিল৷ বিজনেস ক্লাসের ঠিক পিছনে ইকনমি ক্লাসের সামনের সারিতেই থাকে ১১এ আসনটি৷ ফলে, বিমানের মাঝমাঝি জায়গায় বসেও প্রাণে বেঁচে যাওয়াটা শুধুমাত্র মিরাকেল ছাড়া আর কিছু নয়৷ এ ছাড়া এই অলৌকিক রক্ষার কোনও ব্যাখ্যা নেই৷
মার্কিন সংস্থা ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের বিশেষজ্ঞ মিচেল ফক্স-এর কথায়, এক একটি বিমানের আসন বিন্যাস এক এক রকমের হয়৷ প্রতিটি দুর্ঘটনার ধরন এবং কারণও আলাদা আলাদা হয়৷ ফলে বিমান দুর্ঘটনার ক্ষেত্রে কোন আসনে বসলে প্রাণের ঝুঁকি কম হবে, তা বলা মুশকিল৷ রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, ১৯৭১ সাল থেকে ঘটে যাওয়া বিভিন্ন বিমান দুর্ঘটনার তথ্য পরিসংখ্যান ঘেঁটে ২০০৭ সালের পপুলার মেকানিকস-এর একটি সমীক্ষায় দাবি করা হয়, দুর্ঘটনাগ্রস্ত বিমানগুলির পিছনের আসনে থাকা যাত্রীরাই তুলনামূলক ভাবে বেশি সংখ্যায় প্রাণে বেঁচে গিয়েছেন৷
