News18IPSOSE-র বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ২০১৯ লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতেও দারুণ ফল করতে চলেছে NDA৷
তামিলনাড়ুর ৩৯ টি সিটের মধ্যে AIADMK ও BJP জোট পেতে পারে ১৪ থেকে ১৬ টি আসন ৷ এরমধ্যে ADMK বা AIADMK পেতে চলেছে ৮-১০ টি আসন ৷ BJP পেতে পারে ১-২ টি আসন ৷ এদিকে DMK-কংগ্রেস জোট পেতে পারে ২২ থেকে ২৪ টি আসন ৷ এরমধ্যে DMK-র আসন পাওয়ার সম্ভবনা ১২ থেকে ১৪ টি ৷ কংগ্রেস পেতে পারে ৩ -৫ টি আসন ৷
advertisement
কর্ণাটকে মোট দু দফায় ভোট হয়েছে ৷ কর্ণাটকে ২৮ টি আসনের মধ্যে লোকসভা নির্বাচনের তৃতীয় ও চতুর্থ দফায় ১৪ টি করে আসনে ভোট হয়েছে ৷ BJP-প্রথম দফায় ৭ থেকে ৯টি আসন পাওয়ার সম্ভবনা রয়েছে ৷ UPA পেতে পারে ৩-৫ টি আসন ৷ এরমধ্যে কংগ্রেসের কাছে ১-৩ টি আসন যেতে পারে ৷ দ্বিতীয় দফার ভোটে ১৪ টি আসনের মধ্যে ১৩ থেকে ১৪ টি আসন পেতে পারে BJP৷ আর UPA পেতে পারে ১ টি আসন ৷
অন্ধ্রপ্রদেশে ২৫ টি আসনের ১০ থেকে ১২ টি আসন পেতে চলেছে TDP৷ কংগ্রেসের ঝোলায় একটিও আসন যাচ্ছে না ৷ YSRCP পেতে পারে ১৩ -১৪ টি আসন ৷ বিজেপি পেতে পারে ১ টি আসন ৷
তেলেঙ্গানার মোট আসন সংখ্যা ১৭ টি ৷ এরমধ্যে TRS বা তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি পেতে পারে ১১-১৩ টি আসন ৷ BJP-র ঝোলায় যেতে পারে ১-২ টি আসন ৷ কংগ্রেসের আসনের সংখ্যাও ১-২ র মধ্যে হওয়ার সম্ভবনা ৷
দক্ষিণ ভারতের কেরলে অবশ্য বামদের দাপট ৷ তৃতীয় দফার ভোটে ২০ টি আসনে নির্বাচন হয়েছে ৷ বাম ও তার সহযোগি দলগুলি মোট ১১ থেকে ১৩ টি আসন পেতে পারে ৷ এর মধ্যে CPM-র ঝোলায় যেতে পারে সবকটি আসন ৷ এরপর UDF ও কংগ্রেস জোট পেতে পারে৭ থেকে ৯ টি আসন ৷ এরমধ্যে কংগ্রেসের দখলে যেতে পারে ৪ থেকে ৬ টি আসন ৷ NDA পেতে পারে ১ টি আসন ৷