কথাবার্তার শুরুতেই রামদেব বললেই ইতিমধ্যেই তিনি নিজের বিবৃতির জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন, মন্তব্যও প্রত্যাহার করেছেন। কিন্তু একই সঙ্গে তাঁর মত, ৯৮ ভাগ অসুখই সারাতে পারে আয়ুর্বেদ।
নিজের পূর্বোক্ত মন্তব্যটি প্রত্যাহার করলেও রামদেব কিন্তু নিজের অবস্থান থেকে নরছেন নাষ আইএমএ সম্পর্কে তাঁর মত এটি ব্রিটিশদের এনজিও যা মানুষের চিকিৎসার নামে আসলে লুঠতরাজ চালায়। তাঁর মতে অ্যালোপ্যাথি পদ্ধতি হিসেবেই দামী, ফার্মা সংস্খাগুলি একরকম লুঠতরাজ চালায়। এর পরেই তাঁর প্রশ্ন, করোনার ওষুধগুলির কি ট্রায়াল হয়েছে? এই প্রসঙ্গেই তিনি বলেন, করোনার জন্য তিনি যে ওষুধটি বাজারে এনেছিলেন- করোনিল তার বৈজ্ঞানিক পরীক্ষা হয়েছিল।
advertisement
রামদেবের কথায়, আমার কার প্রতি কোনও অসূয়া নেই। এ কথাও সত্যি অ্যালোপ্যাথিতে বহু রোগের নিদান নেই। আবার এটাও মানতে হবে অ্যালোপ্যাথি কোটি কোটি কোটি রোগীর জীবন বাঁচিয়েছে। কাজেই ঘৃণার প্রশ্ন নেই। অ্যালোপ্যাথির সঙ্গে করোনা যুদ্ধে যোগাকেও প্রয়োজনীয় বলে মনে করতে হবে। লড়াইটা লড়তে হবে একসঙ্গে।
আইএম মানহানির মামলা করেছে, কথাটা তুলতেই চটলেন রামদেব। বললেন আইএমএ কোনও আইনি সংস্থা না, কোনও গবেষণা সংস্থাও নয়। অশ্লীল কথাবার্তার জন্য মামলা আমার করা উচিত। কিন্তু আমি তা করব নাষ কারণ আমই উদ্ধত নই, গর্বিতও নই। আমি বাঁচি স্বঅভিমান নিয়ে।