জানা গিয়েছে, বিখ্যাত তাওয়াং মনাস্ট্রি থেকে পিটি সো লেক পর্যন্ত ৫.২ কিমি দীর্ঘ পথে রোপওয়ে চালু হবে। আগামী তিন বছরের মধ্যে শেষ হবে রোপওয়ে নির্মাণের কাজ। এর জন্য ব্যয় হবে ৫২২ কোটি টাকা। রোপওয়ে নির্মাণের জন্য ১৫ মার্চ টেন্ডার জারি করেছে কেন্দ্র সরকার।
৪০০ বছরের প্রাচীন তাওয়াং মনাস্ট্রি ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। এটাই দেশের বৃহত্তম মঠ। শুধু তাই নয়, এশিয়ার দ্বিতীয় বৃহত্তমও বটে। তাওয়াং টাউনের খুব কাছেই চিন এবং ভুটান সীমান্ত। দূরত্ব মাত্র ২ কিলোমিটার। অন্য দিকে পিটি সো লেক তাওয়াং থেকে ১৮ কিলোমিটার দূরে ১২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। তাওয়াং থেকে বুমলা পাসের মধ্যে দিয়ে সড়ক পথে আধ ঘণ্টার রাস্তা।
advertisement
আরও পড়ুন: বাজারে খেজুরের নামে চিনা জুজুবি বিক্রি হয়! কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার সহজ উপায় জানুন
রোপওয়ে চালু হলে তাওয়াং মনাস্ট্রি থেকে লেকে যেতে সময় লাগবে মাত্র ৫ মিনিট। বর্তমানে তাওয়াং মঠ থেকে তাওয়াং-এর গিয়াংগং আনি গনপা পর্যন্ত একটি রোপওয়ে রয়েছে। এখান থেকে ১০ কিলোমিটার দূরের নানারি পর্যন্ত যাওয়া যায়।
কেন্দ্রের এক বরিষ্ঠ আধিকারিক নিউজ ১৮-কে জানিয়েছেন, ‘আরও বেশি পর্যটক টানতেই নতুন রোপওয়ে তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। অরুণাচল প্রদেশের নয়নাভিরাম এলাকাগুলিতে পৌঁছনো আরও সহজ হবে’।
আরও পড়ুন: বাতের ব্যথায় চোখ দিয়ে জল আসে? এই সামান্য উপায়ে দারুণ সুফল পাবেন! দামও খুব কম
কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের সেলা টানেল এবং ডনি পোলো বিমানবন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৮২৫ কোটি টাকা ব্যয়ে তৈরি সেলা টানেল ইঞ্জিনিয়ারিং বিস্ময়। এটি অরুণাচল প্রদেশের বালিপাড়া-চরিদুয়ার-তাওয়াং রোডকে জুড়ে দিয়েছে। সেই সময় অরুণাচল প্রদেশের দিবাং মাল্টিপারপাস হাইড্রোপাওয়ার প্রোজেক্টের ঘোষণাও করেছিলেন প্রধানমন্ত্রী, যা হবে ভারতের সবচেয়ে উঁচু বাঁধ। এটা তৈরি করতে ৩১,৮৭৫ কোটি টাকা খরচ হবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অরুণাচল সফরে তীব্র আপত্তি জানিয়েছিল চিন। পাল্টা জবাব দিয়েছিল ভারতও। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছিল, উত্তর পূর্বের এই রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।