TRENDING:

অনলাইনের ক্লাস করতে হবে, ভাল ইন্টারনেট কানেকশনের জন্য দীর্ঘ ৩ কিমি পাহাড়ি পথ হাঁটেন পড়ুয়ারা, প্রতিদিন!

Last Updated:

প্রায় ২৫ জন ছাত্রছাত্রী একযোগে প্রতিদিন ক্লাস করতে ৩ কিমি দুর্গম পাহাড়ের পথ হাঁটতে হয় তাদের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পানাজি: লেখাপড়ার প্রবল ইচ্ছে৷ তাই তো করোনাকালে ৩ কিলোমিটার হেঁটে অনলাইন ক্লাস করতে যাচ্ছে এই সব পড়ুয়ারা৷ বাড়িতে ইন্টারনেট কানেকশনে সমস্যা৷ তাই যেখানে জোড়ালে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেখানেই যেতে হচ্ছে অনলাইন ক্লাস করতে৷ আর সেটাই হল ৩ কিলোমিটার পথ দূরে৷ তাও আবার উঁচু পাহাড়ি রাস্তায়৷ এমনই জানিয়েছেন গোয়ার পড়ুয়ারা৷
advertisement

প্রায় ২৫ জন ছাত্রছাত্রী একযোগে প্রতিদিন ক্লাস করতে ৩ কিমি দুর্গম পাহাড়ের পথ হাঁটতে হয় তাদের৷ ঘটনা দক্ষিণ গোয়ার সানগুয়েমের৷ গত বেশ কিছু মাস ধরে এমন ভাবেই চলছে তাঁদের রোজনামচা৷

লকডাউনের জন্য দেশের অন্যান্য রাজ্যের মতই গোয়াতেও বন্ধ স্কুল৷ এখন সব ক্লাস হচ্ছে অনলাইন৷ সানগুয়েমের কুমারি বা পাত্রে গ্রামে ইন্টারনেট যোগযোগ ব্যবস্থা খুবই খারাপ৷ রাজধানী পানাজি থেকে ১০০ কিমি দূরে অবস্থিত এই সবগ্রামের পড়ুয়াদের তাই তো প্রতিদিন ক্লাসের জন্য যেতে হচ্ছে অনেকটা দূর৷ কারণ সেখানে সিগন্যাল ভাল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সকাল ৮.১০র মধ্যে সেখানে ক্লাসের জন্য পৌঁছে যান তারা সকলে৷ বাড়ি ফিরতে বেজে যায় দুপুর ১৷ যেহেতু পাহাড়ি এলাকা, তাই পাথরের ওপর বসেই করতে হয় ক্লাস৷ মাথার ওপর কোনও ছাদও থাকে না সেখানে৷ বৃষ্টি হলে কোনও মতে ছাতার তলায় বসে বৃষ্টির জল থেকে নিজেদের বাঁচায় পড়ুয়ারা৷ সত্যিই এদের অধ্যাবসায়কে কুর্নিশ জানাতেই হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অনলাইনের ক্লাস করতে হবে, ভাল ইন্টারনেট কানেকশনের জন্য দীর্ঘ ৩ কিমি পাহাড়ি পথ হাঁটেন পড়ুয়ারা, প্রতিদিন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল