রাজনাথ স্পষ্ট জানান, ‘এটা ভারতের রাজনৈতিক সামজিক ও সামরিক শক্তির পরিচয়৷ এটা ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই৷ এটা শান্তি প্রতিষ্ঠার লড়াই৷ ভারত দেখিয়ে দিয়েছে সন্ত্রাসবাদীরা যেখানেই থাকুক, সেখানে গিয়ে তাদের আক্রমণ করতে পারে৷ সেই জমিও তাদের জন্য সুরক্ষিত নয়। যে সব ভারত বিরোধী ও সন্ত্রাসবাদীরা ভারতমাতার সিঁদুর মুছে দিয়েছিল, তাদের উদ্দেশ্যে ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ এর মাধ্যমে শাস্তি দিয়েছে৷ প্রিয়জন হারানো পরিবারগুলোকে ন্যায়বিচার দিয়েছে৷ এই জন্য আজ গোটা দেশ ভারতের সেনার পাশে থেকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে।’
advertisement
মোদির কথা উদ্ধৃত করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত জিরো টলারেন্স নীতি নিয়ে এগোবে৷ এটাই নতুন ভারত। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সীমান্তের ওপারে গিয়েও এটাকে নির্মূল করবে। ভারতে এসে সন্ত্রাসবাদীরা হামলা করলে কী হয়, তা উরির ঘটনার পরে গোটা বিশ্ব দেখে নিয়েছে। পুলওয়ামারা পরে বালাকোট এয়ার স্ট্রাইক নিশ্চয়ই মনে আছে? আর এবার গোটা বিশ্ব দেখছে পহেলগাঁওয়ের ঘটনার পরে ভারত পাকিস্তানে ঢুকে কিভাবে মাল্টিপল স্ট্রাইক করল।’