দেশের বিমান সংস্থাগুলি যাত্রীদের আশ্বস্ত করে জানিয়েছেন আগ্নেয়গিরির ছাই ভারতের আকাশসীমার দিকে এগোতে থাকলেও নিরাপত্তাকেও সর্বাধিকার দেওয়া হবে৷ আকাশ এয়ার, ইন্ডিগো এবং কেএলএম-সহ বেশ কয়েকটি বিমান সংস্থা সোমবার ছাইয়ের কারণে কিছু ফ্লাইট বাতিল করেছে।
আরও পড়ুন: কোন ভিটামিনের অভাবে খুশকিতে ভরে মাথা, জানাচ্ছন পুষ্টিবিদ! রইল বাঁচার সেরা টোটকা!
advertisement
আকাশ এয়ার জানিয়েছে, তারা আন্তর্জাতিক পরামর্শ অনুযায়ী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইন্ডিগোর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের টিম “আন্তর্জাতিক বিমান সংস্থার সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সতর্কতা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’’ এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে, এখনও পর্যন্ত তাদের কার্যক্রমে “কোনও বড় প্রভাব” পড়েনি৷ তবে তারা ক্রু ও বৈশ্বিক বিমান সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ ইন্টারন্যাশান এয়ারপোর্ট যাত্রীদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইথিওপিয়ার আগ্নেয়গিরির কার্যকলাপ পশ্চিম এশিয়ার কিছু আকাশসীমায় প্রভাব ফেলেছে এবং কিছু আন্তর্জাতিক রুটে এর প্রভাব পড়তে পারে। Toulouse Volcanic Ash Advisory Centre (VAAC) জানিয়েছে, রবিবার সকাল ৮:৩০ (UTC) নাগাদ অগ্ন্যুৎপাত শুরু হয়েছিল এবং এখন বন্ধ হয়েছে, যদিও ছাইয়ের মেঘ উত্তর ভারতের দিকে ভেসে যাচ্ছে। বিমান সংস্থার কর্তৃপক্ষ ছাইয়ের উচ্চতা ও গতিপথ পর্যবেক্ষণ করছে যাতে নিরাপদে কার্যক্রম চালানো যায়। বিমান সংস্থার কর্তৃপক্ষ ছাইয়ের উচ্চতা ও গতিপথ পর্যবেক্ষণ করছে যাতে নিরাপদে কার্যক্রম চালানো যায়।
ইথিওপিয়ার আফার অঞ্চলের এই আগ্নেয়গিরিতে ১২,০০০ বছর পর রবিবার প্রথমবারে অগ্ন্যুৎপাত হয়েছে৷ ছাইয়ের মেঘ ১৪ কিমি পর্যন্ত আকাশে উঠে গিয়েছে বলে রয়টার্স ট্যুলোজ ভ্যাক জানিয়েছে৷ হেইলি গাব্বি আগ্নেয়গিরি, যা অ্যাডিস আবাবার প্রায় ৮০০ কিমি উত্তর-পূর্বে ইরিটিয়ান সীমান্তের কাছে টেকটোনিকভাবে সক্রিয় রিফ্ট ভ্যালিতে অবস্থিত। অগ্ন্যুৎপাতের ছাইয়ের মেঘ ইয়েমেন, ভারত, ওমান এবং পাকিস্তানের ওপর দিয়ে যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
