TRENDING:

শ্রমিক-কর্মচারীদের জন্য সুখবর, ESI উর্ধ্বসীমা বেড়ে হল ২১ হাজার টাকা

Last Updated:

শ্রমিক-কর্মচারীদের জন্য সুখবর ৷ ESI-এর উর্ধ্বসীমা ১৫ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াল ২১ হাজার টাকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শ্রমিক-কর্মচারীদের জন্য সুখবর ৷ ESI-এর উর্ধ্বসীমা ১৫ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াল ২১ হাজার টাকা ৷ যাদের মাসিক বেতন ২১ হাজার টাকার কম,তারা সবাই ESI অর্থাৎ এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্সের আওতায় আসতে চলেছেন ৷
advertisement

এতদিন পর্যন্ত ১৫ হাজারের কম মাসিক বেতন প্রাপ্ত শ্রমিক-কর্মচারীরাই ESI-এর সুবিধা পেতেন ৷ এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনের এই সিদ্ধান্তে লাভবান হতে চলেছেন প্রায় তিন হাজার কোটি শ্রমিক কর্মচারী ও তাদের পরিবার ৷

ESI-এর মাধ্যমে সরকার শ্রমিক-কর্মচারীদের ও তাদের পরিবারের জন্য সুষ্ঠ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করে ৷ এই ইনসিওরেন্সের মাধ্যমে ESI-এর নথিভুক্ত দেশ জোড়া ১,৫০০ ক্লিনিক, হাসপাতালে বিনামূল্য চিকিৎসা পরিষেবা এমনকী ওষুধের দোকান থেকে বিনামূল্যে ওষুধও পাওয়া যায় ৷ মঙ্গলবার এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনের নেওয়া সিদ্ধান্তের ফলে নতুন করে প্রায় ৫০ লক্ষ মানুষ ESI-এর আওতাভুক্ত হতে চলেছেন ৷

advertisement

শ্রমমন্ত্রী বঙ্গারু দত্তাত্রেয় জানিয়েছেন, চলতি বছরের পয়লা অক্টোবর থেকেই ২১ হাজার পর্যন্ত মাসিক বেতনভোগী শ্রমিক-কর্মচারীরা ESI-এর সুবিধা পাবেন ৷ এর ফলে ESI খাতে বার্ষিক অতিরিক্ত তিন হাজার কোটি টাকার খরচ হবে ৷ এই মুহূর্তে ২.৬ কোটি কর্মী এবং তাদের পরিবারের ১০ কোটি মানুষ এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনের নথিভুক্ত ৷

আরও পড়ুন

advertisement

২.৫ লক্ষ টাকা পেনশন হিসাবে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা

এছাড়াও ESIC অর্থাৎ এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন দেশের মোট ১১টি ESI লোকেশনে টেলিমেডিসিন পরিষেবা শুরু করেছে ৷ মোদির ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পে এই কর্মসূচির কথা আগেই বলা হয়েছিল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স অ্যাক্ট অনুসারে, কর্মীরা তাদের মাসিক আয়ের ১.৭৫ শতাংশ এবং নিয়োগকর্তা কর্মীদের মাসিক বেতনের ৪.৭৫ শতাংশ প্রতি মাসে ESI খাতে জমা দেন ৷ গত ৬৫ বছর ধরে ভারতের শ্রমিক-কর্মচারীরা ESI-এর সুবিধা ভোগ করছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
শ্রমিক-কর্মচারীদের জন্য সুখবর, ESI উর্ধ্বসীমা বেড়ে হল ২১ হাজার টাকা