TRENDING:

ইঞ্জিনিয়ারিং পাস করেও এই পরীক্ষা না-দিলে এ বার চাকরি হবে না, আসছে আইন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শুধু ইঞ্জিনিয়ারিং পাস করলেই এ বার হবে না৷ চাকরি পেতে হলে আরও একটি পরীক্ষা দিতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র-ছাত্রীদের৷ নতুন লাইসেন্স ব্যবস্থা চালু করতে চলেছে সরকার৷ মেডিক্যাল প্রফেশনালদের জন্য মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI) ও উকিলদের জন্য যেমন বার কাউন্সিল অফ ইন্ডিয়া (BCI) রয়েছে, তেমনই ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ ইঞ্জিনিয়ার্স (ICE) গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে৷
advertisement

নতুন পরীক্ষাটি ঠিক কী?

এআইসিটিই-র নয়া প্রস্তাবে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং বিল ২০১৯-এর উপর কাজ করছে৷ এই বিল অনুযায়ী, বি টেক ও এম টেক করা ছাত্র-ছাত্রীদের পড়া শেষ হলে ইন্ডিয়ান কাউন্সিল অফ ইঞ্জিনিয়ার্সে একটি পরীক্ষা দিতে হবে৷ এই পরীক্ষায় পাস করলে তাঁরা একটি লাইসেন্স পাবেন৷ ওই লাইসেন্স নিয়েই সরকারি চাকরির আবেদন করতে পারবেন পডু়য়ারা৷

advertisement

কোন কলেজ এর আওতায় আসবে?

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

এই বিল অনুসারে সব মান্যতা প্রাপ্ত ইঞ্জিনিয়ারিং কলেজের সব পড়ুয়াদের এই পরীক্ষা দিতে হবে৷ আইআইটি, এনআইটি, এআইসিটিই-সহ সব মান্যতাপ্রাপ্ত কলেজের পড়ুয়ারা এই লাইসেন্স পাওয়ার পরই চাকরি পাবেন৷ খুব শীঘ্রই বিলটি সংসদে পেশ করা হবে৷ সংসদে পাস হলেই আইন হয়ে যাবে৷

বাংলা খবর/ খবর/দেশ/
ইঞ্জিনিয়ারিং পাস করেও এই পরীক্ষা না-দিলে এ বার চাকরি হবে না, আসছে আইন