এক শান্ত স্বভাবের দাঁতাল হাতির দাপটে সকাল থেকে টানটান উত্তেজনা ছড়ায় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বিভিন্ন এলাকায়। সুবর্ণরেখা নদী পার করে নয়াগ্রামের খান্দারপাড়া, দেউলবাড় সহ একাধিক গ্রামে সারা দিন ঘুরে বেড়াল রামলাল নামের এক পরিচিত হাতি। আতঙ্ক নয়, বরং রামলালের আগমন ঘিরে তৈরি হয় উৎসবের আবহ।
advertisement
সকাল হতেই গ্রামে হাজির রামলাল
সাঁকরাইল থেকে সকালবেলায় সুবর্ণরেখা পেরিয়ে নয়াগ্রামে ঢোকে রামলাল। খান্দারপাড়া, দেউলবাড় এর রাস্তায় হেঁটে বেড়াতে দেখা যায় তাকে। মাঝেমাঝে রাস্তার ধারে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে, আবার কখনও গাছের ডাল ছিঁড়ে মুখে দিচ্ছে সে। আশ্চর্যজনকভাবে একেবারেই আক্রমণাত্মক ছিল না সে, বরং তার হাঁটাচলা দেখে গ্রামের মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়ে একধরনের ভালোবাসা আর কৌতূহল।
পিছু নিলেন উৎসাহী মানুষজন
রামলালকে এক ঝলক দেখতে সকাল থেকেই পথে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষ। মোবাইলে ছবি, ভিডিও তোলা শুরু হয়। কেউ কেউ আবার হাতিকে ডেকে কথা বলার চেষ্টা করেন। কোথাও বাধা সৃষ্টি না করেও ধীরে ধীরে এগিয়ে যায় রামলাল। বনদফতরের আধিকারিকরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
অবশেষে শান্তির স্নান
সারাদিনের ক্লান্তি যেন ঝেড়ে ফেলতে চাইল রামলাল। সুবর্ণরেখা নদীর ঘাটে পৌঁছে জলকেলিতে মেতে ওঠে সে। নদীর জলে দীর্ঘক্ষণ স্নান করে যেন নিজের মতো করেই দিন শেষ করল রামলাল।
বন দফতরের তৎপরতা-
বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতিটি এই এলাকায় মাঝে মধ্যেই প্রবেশ করে। আপাতত সে শান্ত থাকায় আতঙ্কের কিছু নেই। মানুষজনকে তার খুব কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে রামলালের গতিবিধি।
Raju Singh