TRENDING:

The Elephant Whisperers: অস্কারজয়ী হস্তীশাবক রঘুকে দেখতে পর্যটকদের ভিড় উপচে পড়ছে এই অভয়ারণ্যে, যাঁদের নিয়ে গল্প সেই প্রতিপালক দম্পতি কী বলছেন

Last Updated:

The Elephant Whisperers: পরিত্যক্ত হস্তিশাবক রঘু এবং তার দুই প্রতিপালকের কাহিনি ঘিরেই আবর্তিত হয় এই তথ্যচিত্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুদুমালাই: গুনীত মোঙ্গা এবং কার্তিকী গঞ্জালভেস ইতিহাস তৈরি করেছেন ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে। প্রথম বার স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে তাঁরা দেশকে এনে দিয়েছেন অস্কার পুরস্কার। ঐতিহাসিক এই জয়ের পর থেকেই তামিলনাড়ুর মুদুমালাই থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পে উপচে পড়েছে পর্যটকদের ভিড়। সকলেই দেখতে চান হস্তিশাবক রঘু এবং আম্মুকে। দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স তথ্যচিত্রের সুবাদে এই দুই শাবক এখন চর্চার কেন্দ্রে। তাদেরই দেখা গিয়েছে ওই তথ্যচিত্রে। তাদের দেখে উচ্ছ্বসিত পর্যটকরা। লন্ডন থেকে আসা এক পর্যটকের কথায় ‘‘আমি লন্ডন থেকে এসেছি। আমরা এখানে এসে জানতে পারি এই দুই শাবক অস্কারজয়ী। তাদের দেখে আমরা খুবই ভাল লেগেছে। হাতি আমার প্রিয় প্রাণী।’’
এই তথ্যচিত্র তুলে ধরেছে হস্তী সংরক্ষণের গুরুত্বও
এই তথ্যচিত্র তুলে ধরেছে হস্তী সংরক্ষণের গুরুত্বও
advertisement

প্রসঙ্গত পরিত্যক্ত হস্তিশাবক রঘু এবং তার দুই প্রতিপালকের কাহিনি ঘিরেই আবর্তিত হয় এই তথ্যচিত্র। দম্পতি বোম্মান ও বেল্লি দেখিয়ে দিয়েছেন তাঁরা এই অনাথ হস্তিশাবক রঘুর জন্য কী কী করতে পারেন। মানুষ ও বন্যপ্রাণীর সম্পর্ককে আলোকিত করার পাশাপাশি এই তথ্যচিত্র তুলে ধরেছে হস্তী সংরক্ষণের গুরুত্বও। এই মুদুমালাই ব্যাঘ্র অভয়ারণ্যেরই কর্মী বোম্মান ও বেল্লি। এই দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছিল অনাথ রঘুকে। তার শারীরিক অসুস্থতা কাটিয়ে তাকে সুস্থ করে বাঁচিয়ে রাখার জন্য প্রাণপাত পরিশ্রম করেন এই দম্পতি। তাঁদের সেই লড়াই তথা মানুষ ও বন্যপ্রাণের যুগলবন্দি যেন আরও সবুজ করে তোলে নীলগিরি পাহাড়ে দক্ষিণী অরণ্যকে।

advertisement

আরও পড়ুন :  ২৩ বছর বয়সে বোনের দিদি হলেন এই অভিনেত্রী! বহু বাধা পেরিয়ে কন্যাসন্তানের জন্ম দিলেন তাঁর ৪৭ বছর বয়সি মা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোম্মান জানিয়েছেন "অস্কার লাভ খুবই আনন্দের। তবে এতে আমাদের জীবনে খুব বেশি পরিবর্তন আসবে না। বন্য হাতি এবং হাতির শাবককে রক্ষার কাজ আমি বেছে নিয়েছি। তাতেই আমি খুশি। " পরিচালকের পরিশ্রম স্বীকৃতি পাওয়াতে খুশি বোম্মানের স্ত্রী বেল্লিও। অস্কারজয়ী তথ্যচিত্র এখনও দেখা হয়নি এই দম্পতির। দেখে নেবেন রঘু আর আম্মুর খেয়াল রাখতে রাখতেই।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
The Elephant Whisperers: অস্কারজয়ী হস্তীশাবক রঘুকে দেখতে পর্যটকদের ভিড় উপচে পড়ছে এই অভয়ারণ্যে, যাঁদের নিয়ে গল্প সেই প্রতিপালক দম্পতি কী বলছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল