প্রসঙ্গত পরিত্যক্ত হস্তিশাবক রঘু এবং তার দুই প্রতিপালকের কাহিনি ঘিরেই আবর্তিত হয় এই তথ্যচিত্র। দম্পতি বোম্মান ও বেল্লি দেখিয়ে দিয়েছেন তাঁরা এই অনাথ হস্তিশাবক রঘুর জন্য কী কী করতে পারেন। মানুষ ও বন্যপ্রাণীর সম্পর্ককে আলোকিত করার পাশাপাশি এই তথ্যচিত্র তুলে ধরেছে হস্তী সংরক্ষণের গুরুত্বও। এই মুদুমালাই ব্যাঘ্র অভয়ারণ্যেরই কর্মী বোম্মান ও বেল্লি। এই দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছিল অনাথ রঘুকে। তার শারীরিক অসুস্থতা কাটিয়ে তাকে সুস্থ করে বাঁচিয়ে রাখার জন্য প্রাণপাত পরিশ্রম করেন এই দম্পতি। তাঁদের সেই লড়াই তথা মানুষ ও বন্যপ্রাণের যুগলবন্দি যেন আরও সবুজ করে তোলে নীলগিরি পাহাড়ে দক্ষিণী অরণ্যকে।
advertisement
আরও পড়ুন : ২৩ বছর বয়সে বোনের দিদি হলেন এই অভিনেত্রী! বহু বাধা পেরিয়ে কন্যাসন্তানের জন্ম দিলেন তাঁর ৪৭ বছর বয়সি মা
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোম্মান জানিয়েছেন "অস্কার লাভ খুবই আনন্দের। তবে এতে আমাদের জীবনে খুব বেশি পরিবর্তন আসবে না। বন্য হাতি এবং হাতির শাবককে রক্ষার কাজ আমি বেছে নিয়েছি। তাতেই আমি খুশি। " পরিচালকের পরিশ্রম স্বীকৃতি পাওয়াতে খুশি বোম্মানের স্ত্রী বেল্লিও। অস্কারজয়ী তথ্যচিত্র এখনও দেখা হয়নি এই দম্পতির। দেখে নেবেন রঘু আর আম্মুর খেয়াল রাখতে রাখতেই।