TRENDING:

Elephant News: হাতির হানায় প্রাণ গিয়েছিল ব্যক্তির, ক্ষতিপূরণ নিতে এলেন ছয় স্ত্রী! হতবাক বন বিভাগ

Last Updated:

Viral news: ছত্তিশগড়ের সুরগুজা বিভাগে হাতির হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়। তার ক্ষতিপূরণের দেওয়া নিয়েই বিরোধ শুরু হয়েছে। তাঁর একজন স্ত্রী আছে বলে জানা গেলেও, এখন ছয়জন মহিলা তার স্ত্রী বলে দাবি করেছেন, প্রত্যেকেরই দাবি তাকে ক্ষতিপূরণ দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছত্তিশগড়ের সুরগুজা বিভাগে হাতির হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়। তার ক্ষতিপূরণের দেওয়া নিয়েই বিরোধ শুরু হয়েছে। তাঁর একজন স্ত্রী আছে বলে জানা গেলেও, এখন ছয়জন মহিলা তার স্ত্রী বলে দাবি করেছেন, প্রত্যেকেরই দাবি তাকে ক্ষতিপূরণ দিতে হবে।
ক্ষতিপূরণ দিতে গিয়ে হতবাক বন বিভাগ
ক্ষতিপূরণ দিতে গিয়ে হতবাক বন বিভাগ
advertisement

আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ হলে শুধু স্ত্রী নয়, স্বামীও পেতে পারেন খোরপোশ! জানেন কখন বর খোরপোশ পাবেন?

ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের পাঠালগাঁও বনাঞ্চলের বালাঝার চিমটা পানি গ্রামে, যেখানে সালিক রাম টোপ্পোর মৃত্যু হয় হাতির হানায়। তার মৃত্যুর পর, ছয়জন মহিলা এবং তাদের সন্তানরা এগিয়ে এসে দাবি করেন যে তারা তার স্ত্রী এবং সরকারী ক্ষতিপূরণের ন্যায্য উত্তরাধিকারী।

advertisement

ছয়জন মহিলা, তাদের সন্তানদের সাথে ক্ষতিপূরণের দাবি করে তারা বলছেন যে তারা ক্ষতিপূরণের বৈধ প্রাপক। জানা গেছে যে সালিক রাম এই মহিলাদের সাথে সময় কাটিয়েছিলেন, প্রত্যেকের ২ থেকে ৩টি সন্তান ছিল এবং বিভিন্ন সময়ে তাদের বিয়ে করেছিলেন।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষা নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যসচিব! বৈঠকে আলোচনা হতে পারে একগুচ্ছ নিয়ম নিয়ে

advertisement

গ্রামবাসীরা জানিয়েছেন, সালিক রাম কেবল একজন স্ত্রী এবং তার ছেলে ভগবত টোপ্পোর সাথে থাকতেন। ছয়জন স্ত্রীর ক্ষতিপূরণ দাবিতে অবাক তাঁরাও। বন বিভাগ ক্ষতিপূরণ দেওয়া নিয়ে জটিলতার কথা স্বীকার করেছে। সালিক রামের প্রাক্তন স্ত্রীর সন্তান এবং জামাইরাও তাদের ক্ষতিপূরণের অংশ দাবি করে অফিসে যোগাযোগ করেছেন। বন বিভাগ জানিয়েছে, তাঁরা উপযুক্ত প্রমাণ দেখেই সবটা করবেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Elephant News: হাতির হানায় প্রাণ গিয়েছিল ব্যক্তির, ক্ষতিপূরণ নিতে এলেন ছয় স্ত্রী! হতবাক বন বিভাগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল