TRENDING:

Kunal Ghosh: কুণালের কাছে অভিযোগেই কাজ, আজ হলদিয়ার গ্রাম পরিদর্শনে বিদ্যুৎ দফতরের আধিকারিকরা

Last Updated:

বন্দর এলাকার দুই গ্রামে বিদ্যুৎ না থাকার অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হলদিয়া: শিল্পাঞ্চলের গ্রামে নেই বিদ্যুৎ। তাও একটি বা দু'টি বাড়িতে নয়। একেবারে দুটো গ্রাম বিদ্যুৎবিহীন৷ দিনের পর দিন অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ ছিল গ্রামবাসীদের। শেষমেষ গ্রামের বাসিন্দারা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষকে অভিযোগ জানান।
হলদিয়ার গ্রামে কুণাল ঘোষ৷
হলদিয়ার গ্রামে কুণাল ঘোষ৷
advertisement

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে, কুণাল ঘোষ গ্রাম পরিদর্শন করেন৷ এর পরেই তিনি কথা বলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে। এই বৈঠকের পরই তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে রাজ্য বিদ্যুৎ দফতর। মন্ত্রীর নির্দেশে দু'জন বিদ্যুৎ দফতরের আধিকারিক গিয়ে গ্রাম পরিদর্শন করেন। আজ বিদ্যুৎ দফতরের পূর্ব মেদিনীপুরের আধিকারিকরা যাবেন ঘটনাস্থলে। যাতে দ্রুত বিদ্যুৎ পরিষেবা গ্রামে চালু হয়ে যায় তা দেখা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: ধরাশায়ী 'নন্দকুমার মডেল'? দাঁত ফোটাতে পারল না 'বাম-বিজেপি-কংগ্রেস' জোট

বিদ্যুৎ দফতরের ভূমিকায় কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন গ্রামবাসীরা। কুণাল ঘোষ জানিয়েছেন, 'গ্রামের বাসিন্দারা এমন কিছু জিনিষ চাননি, যা তাXদের অধিকারের বাইরে৷ বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাওয়ার অধিকার ওনাদের রয়েছে । যে বা যাঁরা এই জেলা দেখতেন, তাঁরা তো শুধু প্রতিশ্রুতি দিয়েই গিয়েছেন। কাজ করেননি। গ্রামবাসীরা আমাকে জানান। আমি গিয়ে দেখে আসি। আমি জানাই বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে। তিনি তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন। আশা করি নতুন বছরের মধ্যেই গ্রামে বিদ্যুৎ চলে আসবে।"

advertisement

হলদিয়া শিল্প শহরের তকমা পেয়ে বসে আছে দীর্ঘ দিন ধরেই। রাজ্যের অন্যতম শিল্পাঞ্চল বলে এর খ্যাতি রয়েছে। অথচ সেই শিল্পাঞ্চলের দুই গ্রামেই নেই বিদ্যুৎ সংযোগ। দীর্ঘদিন ধরে বাসিন্দারা বিদ্যুতের দাবি জানিয়ে আসলেও, আজ হবে, কাল হবে করে করে, গ্রামে বিদ্যুৎ আর এসে পৌঁছয়নি। ফলে চূড়ান্ত অসহায়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন গ্রামের বাসিন্দারা।

advertisement

আরও পড়ুন: এবার সেই পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে কংগ্রেস- তৃণমূল জোট! পর্যুদস্ত বাম- বিজেপি

এই গ্রামের বিষয়ে খোঁজ পান তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা পূর্ব মেদিনীপুরে তৃণমূলের বিশেষ দায়িত্ব প্রাপ্ত নেতা কুণাল ঘোষ৷ হলদিয়ায় মর্নিং ওয়াক করার সময় তাঁর কাছে বেশ কিছু মানুষ এই গ্রাম দু'টি নিয়ে অভিযোগ করেন। তাঁরা জানান, হলদিয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে বিষ্ণুরামচক ও সৌতনপুরে বিদ্যুৎ নেই।

advertisement

বাসিন্দাদের অভিযোগ পেয়ে, ওই গ্রামে যান কুণাল। আর সেখানেই গিয়ে দেখেন গ্রামের বাসিন্দাদের অভিযোগ একেবারে সত্যি৷ তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানিয়েছেন, "ভাবা যায়? দু'টি গ্রাম। স্বাধীনতার পর থেকে এখনও যাঁদের কাছে বিদ্যুৎ আসেনি। দীর্ঘ বাম জমানা এবং পরবর্তীকালে অধিকারীরাজ, বারবার আবেদন নিষ্ফলা।  কাল সন্ধেয় কাঁথি থেকে হলদিয়া চলে এসেছি। সকালে মাখনবাবুর বাজার মোড়ে বসে চা খাচ্ছিলাম। নাগরিকদের সঙ্গে কথোপকথন। সেই সময়ই অভিযোগ, দুই গ্রামে বিদ্যুত নেই। রাস্তাও খারাপ। শুভেন্দু এবং শ্যামল আদকের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ। অতঃপর তাঁদের অনুরোধে তাঁদের গ্রামে গেলাম। বন্দরের জমি সংক্রান্ত কিছু জটিলতা আছে শুনলাম, কিন্তু তাতেও অন্যত্র বিদ্যুৎ আছে। সবুজ গ্রাম, একাধিক পুকুর, শান্ত সুন্দর লাগল। সবার অনুরোধ, যুগে যুগে সবাই শুধু প্রতিশ্রুতি দিয়েছে। এবার তৃণমূল বিদ্যুৎ আনতে সক্রিয় হোক। "

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

প্রসঙ্গত, এই গ্রাম দু'টি হলদিয়া বন্দর এলাকায়। ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন, বন্দরের জমি বলেই কি বিদ্যুৎ পেতে এত অসুবিধা? যদিও ওই এলাকায় বন্দরের জমিতে একাধিক গ্রাম আছে। সেখানে বিদ্যুৎও আছে৷ ফলে নির্দিষ্ট দু'টি গ্রামে বিদ্যুৎ পেতে সমস্যা কোথায়? বন্দর কর্তৃপক্ষ অবশ্য জানাচ্ছে, বন্দরের জন্য রাজ্যের বিদ্যুৎ গ্রামে পৌঁছতে অসুবিধা হওয়ার কথা নয়৷ তবে তারা এই বিষয়ে নির্দিষ্ট করে খোঁজ নেবে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Kunal Ghosh: কুণালের কাছে অভিযোগেই কাজ, আজ হলদিয়ার গ্রাম পরিদর্শনে বিদ্যুৎ দফতরের আধিকারিকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল