অন্যদিকে, পাঁচ রাজ্যে ৬টি আসনে বিধানসভা উপনির্বাচন ও হাইপ্রোফাইল মৈনপুরী লোকসভা আসনের গণনাও শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে ৷ মৈনপুরী আসনে লড়াই হতে চলেছে সমাজবাদী পার্টি ও বিজেপির মধ্যে ৷ উত্তরপ্রদেশের মৈনপুরী লোকসভা কেন্দ্রে ভাগ্য নির্ধারিত হবে সমাজবাদী পার্টির প্রধান তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পলের। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যু হওয়ায় মৈনপুরীতে উপনির্বাচন হচ্ছে। এই লোকসভা কেন্দ্রে টানা সাতবার জয় লাভ করেছে সমাজবাদী পার্টি।
advertisement
আরও পড়ুন: টাকা যেন জলে না যায়, বিনিয়োগ করার সময় ভুলেও করা উচিত নয় এই ৮ ভুল!
উত্তরপ্রদেশের রামপুর ও খতোলি, ওড়িশার পদমপুর, রাজস্থানের সরদারশহর, বিহারের কুরনি ও ছত্তীসগড়ের ভানুপ্রতাপপুর বিধানসভা আসনের ফলাফাল ঘোষণা হবে ৮ ডিসেম্বর ৷ এই একই দিনে গুজরাত ও হিমাচল প্রদেশের বিধানসভার রেজাল্টও ঘোষণা করা হবে ৷
আজমগড় আসনের ভাগ্য নির্ধারণ আজ
জুন মাসে উপনির্বাচনে আজমগড় ও রামপুর লোকসভা আসনে বিজেপির হারের পর মৈনপুরীতে অখিলেশ যাদবের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে ৷ কংগ্রেস এবং বহুজন সমাজ পার্টি উপনির্বাচনের তাদের কোনও প্রার্থী দেয়নি ৷ ফলে তিনটি জায়গায় বিজেপি ও সমাজবাদী পার্টির সরাসরি লড়াই হতে চলেছে ৷
আরও পড়ুন: ১০ হাজার টাকা আছে? তাহলেই এই ১৩ ব্যবসার যে কোনও একটায় কোটিপতি হতে পারেন আপনি!
অন্যদিকে যেখানে সরদারপুর ও ভানুপ্রতাপপুর আসন কংগ্রেসের কাছে রয়েছে সেখানে খতোলি আসনে জয়ী হয়েছিল বিজেপি এবং রামপুর আসন রয়েছে সমাজবাদী পার্টির কাছে ৷ পদমপুর আসন রয়েছে বিজু জনতা দলের কাছে ৷ উপনির্বাচনের ফলাফলে অবশ্য কেন্দ্র বা রাজ্য সরকার কারোর উপর কোনও প্রভাবই পড়বে না ৷