গোটা দেশজুড়ে চলছে করোনার ভয়াবহতা ৷ তাই এবার ভোট গণনায় থাকছে বাড়তি সতর্কতা ৷ কোভিড বিধি থেকে নিরাপত্তা। গণনাকেন্দ্রের জন্য ব্লু প্রিন্ট তৈরি কমিশনের। কোভিড রিপোর্ট নেগেটিভ এলে, তবেই গণনাকেন্দ্রে প্রবেশ। চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি
কমিশনের নির্দেশ, গণনাকেন্দ্রে ঢুকতে গেলে অবশ্যই হাতে থাকতে হবে দুটি কোভিড টিকা নেওয়ার শংসাপত্র । অথবা সরকারিভাবে স্বীকৃত স্বাস্থ্যকেন্দ্র থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট-এর নেগেটিভ রিপোর্ট। নির্দিষ্ট রিপোর্ট দেখিয়ে প্রার্থী বা এজেন্ট গণনা কেন্দ্রে ঢুকতে পারবেন। গণনা চলাকালীন গণনা কেন্দ্রের বাইরে কোনও জমায়েত করা যাবে না । কাউন্টিং হল দূরত্ববিধি বজায় রাখার মতো বড় হতে হবে। থাকতে হবে আলো, বাতাস চলাচলের ব্যবস্থা । গণনা কেন্দ্র জীবাণু মুক্ত করতে হবে। সুরক্ষা বিধি মেনে গণনা কেন্দ্রে টেবিল রাখতে হবে । থার্মাল স্ক্যানিং বাধ্যতামূলক। কোনও এজেন্টের রিপোর্ট পজিটিভ হলে তার পরিবর্তে অন্য কাউকে রাখতে পারবেন প্রার্থী । প্রার্থী, কাউন্টিং এজেন্টদের জন্য পর্যাপ্ত পরিমাণে পিপিই কিট, মাস্ক, স্যানিটাইজার, ফেস শিল্ড, গ্লাভস রাখতে হবে। বিজয় মিছিল বের করা যাবে না। শংসাপত্র নেওয়ার সময় জয়ী প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন দু'জন।
advertisement
পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও ৪ রাজ্য অর্থাৎ অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির ভোট গণনা হবে রবিবার ৷