একটি ফাঁকা সোফার একদিকে লেখা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম। অন্যদিকে লেখা ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম। নিজের X হ্যান্ডেলে এই ফাঁকা সোফাটির ছবি দিয়ে ভূপেশ বাঘেলে লিখেছেন,‘‘ স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ! যে পান্ডারিয়া অ্যাসেম্বলিতে (আসন) আপনি আমাকে কাজ (আমার সরকার কর্তৃক করা) নিয়ে বিতর্ক করার জন্য চ্যালেঞ্জ করেছিলেন, সেই একই পাণ্ডারিয়া বিধানসভায় গিয়ে আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আপনি এখনও মঞ্চ, তারিখ এবং সময় বলেননি … তবে জনসাধারণ মঞ্চ প্রস্তুত করেছে,’’। ‘‘দয়া করে তারিখ এবং সময় জানান’’, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
advertisement
আরও পড়ুন: রাম মন্দিরে আদলে সেজে উঠছে অযোধ্যার রেল জংশন! খরচের অঙ্ক কত কোটি জানেন? দেখে নিন ছবি
প্রসঙ্গত কিছুদিন আগেই অমিত শাহ কংগ্রেসের বিজেপি নেতাদের রিপোর্ট কার্ড দেখানোর প্রসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, ‘‘রিপোর্ট কার্ড কীভাবে চাইছেন? আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, আপনি ৫ বছরে যা করেছেন আর মোদিজি ১৫ বছরে যা করেছেন তাই নিয়ে বিতর্ক করুন।’’
কংগ্রেস নেতা তথা মুখ্যনমন্ত্রী ভূপেশ বাঘেল অমিত শাহের এই চ্যালেঞ্জকে স্বাগত জানিয়েছেন। বিতর্কের ময়দানে নামতে তিনি প্রস্তুত। X হ্যান্ডেলে তাঁর পোস্টে এ কথাই স্পষ্ট করেছেন তিনি।