TRENDING:

Uttar Pradesh Assembly Election 2022: যোগী রাজ্যে শুরু ভোট উৎসব, প্রথম দফার নজরে ৫৮ আসন

Last Updated:

Uttar Pradesh Elections: ভোট পর্ব শুরু হওযার পরেই একে একে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাহুল গান্ধি সকলেই। মোদি লিখেছে, পেহেলে মতদান, ফির জলপান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: শুরু হয়ে গেল ২০২৪-এর সেমিফাইনাল। শুরু হয়ে গেল উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া (Uttar Pradesh Assembly Election 2022)। বৃহস্পতিবার শীতের কুয়াশা-মাখা ভোরে পশ্চিম উত্তরপ্রদেশের মোট ৫৮টি আসনে ভোট গ্রহণের মাধ্যমে প্রক্রিয়া শুরু হল। উত্তরপ্রদেশে মোট সাত দফার নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন হবে। প্রথম দফার নির্বাচনে ভোট হচ্ছে মোট ১১টি জেলার ৫৮টি আসনে। মূলত জাট প্রধান এলাকায় এই নির্বাচন উত্তরপ্রদেশের ভাগ্য নির্ধারণে (Uttar Pradesh Assembly Election 2022) গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
বেশ কিছু আকর্ষণীয়, জনপ্রিয় প্রার্থীর ভোটের ভাগ্য বাক্সবন্দী হতে চলেছে আজ।
বেশ কিছু আকর্ষণীয়, জনপ্রিয় প্রার্থীর ভোটের ভাগ্য বাক্সবন্দী হতে চলেছে আজ।
advertisement

বেশ কিছু আকর্ষণীয়, জনপ্রিয় প্রার্থীর ভোটের ভাগ্য বাক্সবন্দী হতে চলেছে আজ। এর মধ্যে আসনের বিচারে হাইভোল্টেজ রয়েছে নয়ডা. কৈরানা, থানা ভবন, আগ্রা (রুরাল), মুজফ্ফরনগর, মথুরা। এই দফার নির্বাচনে মুখোমুখি লড়ছেন মোট ৬১৫ জন প্রার্থী। ২০১৭ সালের নির্বাচনে বিজেপি এই ৫৮ আসনের মধ্যে ৫৩টিতেই জয় পেয়েছিল। এ বারে কী হয়, সেটা দেখার।

advertisement

আরও পড়ুন: ইঞ্জেকশন নয়, এবার ট্যাবলেটেই করোনার ভ্যাকসিন! ভারতে শুরু হচ্ছে ট্রায়াল

ভোট পর্ব (Uttar Pradesh Assembly Election 2022) শুরু হওযার পরেই একে একে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাহুল গান্ধি সকলেই। মোদি লিখেছেন, পেহেলে মতদান, ফির জলপান। মোদি সাধারণ মানুষকে যত বেশি সংখ্যায় সম্ভব উপস্থিত হয়ে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়ে উন্নত উত্তরপ্রদেশ গড়ার ডাক দিয়ে ট্যুইট করেছেন অমিত শাহ। ট্যুইট করেছেন রাহুল গান্ধিও। তিনি ট্যুইট করে লিখেছে, আসুন, একটি মুক্ত দেশ গড়ার লক্ষ্যে ভোটদান করুন। ট্যুইট করে বিএসপি প্রধান মায়াবতীও।

advertisement

আরও পড়ুন: সামনে সাক্ষাৎ মৃত্যুদূত! উত্তর প্রদেশে বড় বিপদ থেকে বাঁচলেন প্রিয়াঙ্কা গান্ধি, দেখুন ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সব মিলিয়ে জমজমাট হয়ে আছে উত্তরপ্রদেশ। সম্প্রতি উত্তরপ্রদেশে সপা নেতা অখিলেশ যাদবের হয়ে প্রচার করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি সেখানে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিজেপিকে উৎখাত করে সমাজবাদী পার্টির সরকার গঠনের আহ্ববান জানান। অখিলেশও বলেন, এ বারে উত্তরপ্রদেশ জয়ের ক্ষেত্রে সপা আত্মবিশ্বাসী। পাল্টা বিজেপি কটাক্ষ করে। সব মিলিয়ে লড়াই যে এ বার টানটান, তা স্পষ্ট।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh Assembly Election 2022: যোগী রাজ্যে শুরু ভোট উৎসব, প্রথম দফার নজরে ৫৮ আসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল