মুখ্য নির্বাচন কমিশনারের দাবি, ‘EVM-এ কোনও ভাবেই কারচুপি সম্ভব নয় ৷ EVM নিয়ে গুজব ছড়ানো হচ্ছে ৷ যা অভিযোগ এসেছে তা সবটাই ভুয়ো ৷ EVM তৈরির সময় গোপনীয়তা রক্ষা করা হয় ৷ নির্বাচন কমিশন স্বচ্ছতা বজায় রাখতে দায়বদ্ধ ৷ ’
তিনি আ ও জানিয়েছেন যে EVM ট্যাম্পারিং নিয়ে তাদের কাছে প্রচুর অভিযোগ জমা পড়লেও তা নিয়ে কোনও প্রমান এখনও কেউ দিতে পারেনি ৷ যারা এই অভিযোগ জানিয়েছে, সেই রাজনৈতিক দলগুলি তাদের নিজস্ব আইটি বিশেষজ্ঞ নিয়ে এসে এই চ্যালেঞ্জ নিতে পারবলে বলে জানানো হয়েছে ৷
advertisement
২৬ তারিখের মধ্যে প্রত্যেক দলের ৩ জন করে প্রতিনিধির নাম দিতে হবে ৷ জাইদির বক্তব্য, শেষ কয়েকটি ভোটের ফল বার হওয়ার পর বারবার ইভিএম গড়বড়ের কথা বারবার উঠেছে ৷ কিন্তু কোনও প্রমান দিতে পারেনি কেউ ৷ তাই যারা এই অভিযোগ তুলেছে তাদের চ্যালেঞ্জ জানানো হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 20, 2017 8:36 PM IST