কপিল মিশ্রর নির্বাচনী প্রচার ব্যান করার নির্দেশে সই করে দিয়এছেন মুখ্য নির্বাচন কমিশনার৷ আজ অর্থাত্ শনিবার বিকেল ৫টা থেকে আগামী ৪৮ ঘণ্টা কোনও ভোট প্রচার করতে পারবেন না কপিল৷
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার৷ বৃহস্পতিবার বিজেপি প্রার্থী কপিল মিশ্র ট্যুইট করেন, 'দিল্লির মধ্যে অনেকগুলি মিনি পাকিস্তান তৈরি হয়েছে৷ ৮ ফেব্রুয়ারি দিল্লির রাজপথে ভারত বনাম পাকিস্তান লড়াই হবে৷' এখানেই শেষ নয়৷ কপিলের ট্যুইট, 'পাকিস্তানের প্রবেশ শাহিনবাগ, চন্দ বাগ, ইন্দ্রলোকে হয়ে গিয়েছে৷ দেশের আইন ওই এলাকাগুলিতে মানা হচ্ছে না৷ পাকিস্তানের দাঙ্গাবাজরা দিল্লির রাস্তার দখল নিয়েছে৷ দিল্লিতে ছোট ছোট পাকিস্তান তৈরি করা হচ্ছে৷'
advertisement
কপিলের এই ট্যুইটের পরেই নির্বাচন কমিশনের রোষের মুখে পড়েন কপিল৷ কমিশন জানিয়ে দেয়, নির্বাচনী বিধির ধারা লঙ্ঘন হয়েছে৷ কোনও প্রার্থী এমন কোনও কাজ করতে পারেন না, যা কোনও জাতি, সম্প্রদায় বা ধর্মের মানুষকে হিংসামূলক উস্কানি দেয়৷
রিটার্নিং অফিসারের নোটিসে আরও বলা হয়, কপিল মিশ্র যা করেছেন, তা আইনত অপরাধ৷ দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক ট্যুইট সম্পর্কে রিপোর্ট চেয়ে পাঠান৷