আরও পড়ুন - ঘোষিত হল উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট, দেখে নিন বিস্তারিত
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। তাই আপাতত কয়েকদিনের জন্য় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরবর্তীতে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে কমিশন। কমিশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়, কোভিড বিধি মেনে নির্বাচন করার বিষয়ে সমস্ত রকম ব্যবস্থা নেবে কমিশন। বাড়বে ভোটদানের সময়, বুথের সংখ্যা। বুথে বুথে থাকবে প্রয়োজনীয় স্যানিটাইজার, থার্মাল গান থেকে শুরু করে সব কিছুই। সমস্ত নির্বাচনী কর্মীদের দুটি টিকা ও একটি বুস্টার ডোজ দেওয়া হবে, কারণ তাঁরা প্রথম সারির করোনা যোদ্ধা। বৈঠক থেকে এ দিন সুশীল চন্দ্র পরিসংখ্যান দিয়ে বলেন, যে পাঁচ রাজ্যে নির্বাচন হচ্ছে, তার পরিস্থিতি কেমন! এর মধ্যে বেশিরভাগ রাজ্যে পজিটিভিটি রেট কম। কেবল গোয়ায় তা বেশি, কারণ সেখানে বর্ষশেষের হুল্লোড়ে মেতেছিল জনতা।
advertisement
আরও পড়ুন - বিদেশি অনুদানে আর বাধা নেই, ছাড়পত্র পেল মাদার টেরেজার সংস্থা
পুরোটা মাথায় রেখে কমিশন জানিয়েছে, প্রার্থীরা যতটা সম্ভব নিজের প্রচার কর্মসূচি ভার্চুয়ালি সেরে রাখবেন। কোনও স্থানীয় স্তরের জমায়েত বা মিটিং চলবে না। ভোট গণনার পরে বিজয় মিছিলেও নিষেধাজ্ঞা চাপিয়েছে কমিশন। সমস্ত রাজনৈতিক দলকেই করোনা পরিস্থিতি নিয়ে সচেতন থাকতে বলেছে কমিশন। কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলের প্রার্থীরা যখন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন, তখন যেন সাধারণ মানুষের হাতে তাঁরা মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার জাতীয় সামগ্রী পৌঁছে দেন। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের ও চিকিৎসা বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে কোভিড মুক্ত নির্বাচন করার বিষয়ে অনেক ব্যবস্থাই নিচ্ছে কমিশন।