আরও পড়ুন - দিনের শেষে এল প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন মমতা
হাই ভোল্টেজ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে।সেখানেই প্রধানমন্ত্রী সফরকালে একের পর এক বড় প্রকল্পের উদ্বোধন করেছেন। রাজনৈতিক মহলের মতে উত্তরপ্রদেশে নির্বাচনের প্রচারের সুর বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রীই। পাশাপাশি, বিজেপি বিরোধী শিবিরেও ক্রমাগত একের পর এক কর্মসূচি রয়েছে। যদিও বৃহস্পতিবারই খবর এসেছে, উত্তরপ্রদেশের সমস্ত বড় মিছিল, সভা, আপাতত বাতিল করেছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। উদ্ভুত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে সপা নেতৃত্ব। পাশাপাশি কংগ্রেসও নানারকম বিধিনিষেধের মধ্যে প্রচার করতে চাইছে। সব দলের মাথায় করোনা পরিস্থিতির কথা রয়েছে।
advertisement
আরও পড়ুন: অবরোধে কুড়ি মিনিট আটকে থাকলেন নরেন্দ্র মোদি! পঞ্জাব সরকারের রিপোর্ট তলব কেন্দ্রের
চিত্রটা কিছুটা একই পঞ্জাবেও। বুধবারই পঞ্জাবে প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তার খামতি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। কেন্দ্র উষ্মা প্রকাশ করেছে পরিস্থিতি নিয়ে। সব মিলিয়ে পঞ্চনদীর দেশেও ভোটের উত্তাপ রয়েছে চরমে। কিন্তু করোনা পরিস্থিতি ভাবাচ্ছে পঞ্জাবকেও। এ ছাড়া রয়েছে সৈকত রাজ্য গোয়া। যেখানে ইতিমধ্যে রাজনীতির ময়দানে দাগ কাটতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সেখানেও কোভিড পরিস্থিতি ভাল নয়। পাশের মহারাষ্ট্রের ইতিমধ্যে ভয়ানক আকার ধারণ করেছে করোনা সংক্রমণ। তার ঢেউ এসে লেগেছে গোয়াতেও। গোয়ায় দ্রুত বেড়েছে সংক্রমণের হার। আপাতত গোয়ায় জারি করা হয়েছে নাইট কার্ফু। উত্তরপ্রদেশের জারি রয়েছে বেশ কিছু বিধিনিষেধ। এই পরিস্থিতিতে কী ভাবে নির্বাচন করা যায়, বা আদৌ করা যায় কি না, তা নিয়ে আলোচনা করবে কমিশন ও স্বাস্থ্যমন্ত্রক। যদিও কয়েকদিন আগেই কমিশনের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করে বলা হয়, উত্তরপ্রদেশের সব দলই নির্বাচনের পক্ষে মত দিয়েছে। তাঁদের মতে নির্বাচন বন্ধ করা উচিত নয়।