রবিবার মহিলা জেলা হাসপাতলে পুত্রবধূকে নিয়ে যায় ৭০ বছরের বৃদ্ধ ৷ কিন্তু পাঁচ ঘণ্টা পর্যন্ত তাকে এমারজেন্সিতে ফেলে রাখা হয় ৷ চিকিৎসকের গাফিলতির কারণে প্রাণ হারায় অন্তস্বত্তা মহিলা ৷
এমারজেন্সি ওয়ার্ডের নার্স তাকে ড্রিপ লাগিয়ে চলে যায় ৷ ডাক্তার না আসায় যন্ত্রণায় কাতরাতে থাকেন মহিলা ৷ পুত্রবধূক কষ্ট দেখে তাকে প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে যায় শ্বশুরমশাই ৷ মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি তাকে আবার মহিলা জেলা হাসপাতলে পাঠিয়ে দেন ৷ কিন্তু হাসপাতলে পৌঁছে কোনও স্ট্রেচার না থাকায় পুত্রবধুকে কাঁধে করে এমারজেন্সি ওয়ার্ডে নিয়ে যায় ৷ কিন্তু এবার ডাক্তার বা নার্স কেউই সেখানে উপস্থিত ছিল না
advertisement
এরপর প্রায় দেড় ঘণ্টা বাদে চিকিৎসক আসেন ৷ কিন্তু তার অনেকক্ষণ পর মহিলাকে অপারেশন থিয়েটরে নিয়ে যাওয়া হয় ৷ ইনফেকশন ছড়িয়ে পড়াই মহিলা ও তার সন্তানের মৃত্যু হয় ৷ এই ঘটনায় আবারও সামনে এনে দিল চিকিৎসাব্যবস্থার অমানবিক মুখ ৷