TRENDING:

Eknath Shinde: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ জবাব, অভিযোগ প্রমাণিত হলেই সঞ্জয়কে নিয়ে মন্তব্য, বললেন শিন্ডে

Last Updated:

Eknath Shinde: সোমবার শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মুম্বইয়ে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের গ্রেফতারি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ শিবসেনার বিদ্রোহী শিবিরের নেতা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সোমবার সকালে সঞ্জয়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ড ডিরেক্টরেট। সেই ঘটনায় কার্যত তোলপাড় পড়ে যায়। অথচ সেই নিয়ে এখনই স্পষ্ট মত প্রকাশ করতে চাইছেন না এতদিন একই দলের হয়ে কাজ করা একনাথ শিন্ডে। তিনি সাংবাদিকদের বলেছেন, "শিবসেনার মুখপাত্র ও সামনার সম্পাদক সঞ্জয় রাউতকে ইডি গ্রেপ্তার করেছে। তদন্তের পর সত্য বেরিয়ে আসবে। যদিও সঞ্জয় রাউত বারবার আমাদের এবং আমাদের সঙ্গে থাকা ৫০ জন বিধায়কের সমালোচনা করেছেন, কিন্তু আমরা তা করব না।"
একনাথ শিন্ডে
একনাথ শিন্ডে
advertisement

আরও পড়ুন- রাশিফল ১ অগাস্ট; দেখে নিন কেমন যাবে আজকের দিন

আরও পড়ুন- ইলেকট্রিক প্লাগের তৃতীয় পিনটা কেন থাকে ভেবেছেন কখনও? ওটাই কিন্তু আসল, কারণ জানলে অবাক হবেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সোমবার শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার ভোরে তাঁকে গ্রেফতার করা হয়। মুম্বইয়ের একটি অঞ্চলের উন্নয়নের কাজে টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে সঞ্জয় রাউতের বিরুদ্ধে। রবিবার সকালেই মুম্বইয়ের মৈত্রী নামক বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির হয়েছিল সিআরপিএফ। সেখানে তল্লাশি চলছিল, তার পর, সেই তল্লাশির প্রাথমিক ধাপ পেরিয়ে যাওয়ার পর বিকেল পাঁচটা নাগাদ সঞ্জয়কে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় ইডি দফতরে। এর পরেই ইডি সূত্রে খবর পাওয়া যায়, তদন্তে বিশেষ সহযোগিতা করছেন না সঞ্জয় রাউত। সেই কারণেই শেষে তাঁকে গ্রেফতার করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Eknath Shinde: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ জবাব, অভিযোগ প্রমাণিত হলেই সঞ্জয়কে নিয়ে মন্তব্য, বললেন শিন্ডে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল