উদ্ধব ঠাকরে ইস্তফা দেওয়ার পর থেকেই মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়৷ দৌড়ে সবথেকে এগিয়ে ছিলেন দেবেন্দ্র ফড়নবীশই৷ কিন্তু শেষ লগ্নে শিন্ডের নাম ঘোষণা করে চমক দিল বিজেপি৷ যদিও এ দিনের ঘোষণা থেকে পরিষ্কার, শিন্ডে মুখ্যমন্ত্রী হলেও সরকারের রাশ থাকবে পদ্ম শিবিরের হাতেই৷
আজই ৪৮ জন বিধায়কের সমর্থন সহ চিঠি দিয়ে রাজ্যপালের কাছে মহারাষ্ট্রের সরকার গঠনের দাবি জানান একনাথ শিন্ডে৷ দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, বিজেপি বিধায়কদের তো বটেই, নির্দল এবং ছোট দলের বিধায়কদের সমর্থনও পাবেন একনাথ শিন্ডে৷
advertisement
আরও পড়ুন: রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন 'লালু প্রসাদ যাদব'ও! কে কে রয়েছে তালিকায়?
এ দিন প্রত্যাশিত কায়দাতেই ফড়নবীশ অভিযোগ করেছেন, বালাসাহেব ঠাকরের আদর্শের বিরুদ্ধে গিয়ে এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন উদ্ধব ঠাকরে৷ অথচ গত বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী, একক সংখ্যাগরিষ্ঠ দল ছিল বিজেপি-ই৷ গত আড়াই বছরে উদ্ধব সরকারের আমলে মহারাষ্ট্রের উন্নয়নের গতি স্তব্ধ হয়ে গিয়েছিল বলেও অভিযোগ করেছেন ফড়নবীশ৷ তাঁর দাবি, একনাথ শিন্ডে এবং তাঁর অনুগামী বিধায়করাই এখন আসল শিব সৈনিক৷
যদিও মন্ত্রিসভায় বিজেপি-র কতজন থাকবেন, বা ক্ষমতা বণ্টন কোন ফর্মুুলাতে হবে, তা খোলসা করেননি ফড়নবীশ৷ তবে আজ মুখ্যমন্ত্রী হিসেবে শুধুমাত্র একনাথ শিন্ডেই শপথ নেবেন৷ তবে তিনি নিজে মহারাষ্ট্র সরকারের অংশ হবেন না বলে জানিয়ে দিয়েছেন ফড়নবীশ৷ তবে শিন্ডে সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷