TRENDING:

Maharashtra Political Crisis: ৫০ বিধায়কের সমর্থন, দাবি শিন্ডের! কোণঠাসা উদ্ধব শর্ত মানবেন?

Last Updated:

৩৭ জন বিধায়ক রাজ্যপালকে চিঠি দিয়ে শিন্ডেকে শিবসেনার পরিষদীয় দলনেতা করার দাবি জানিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বাই: যত সময় যাচ্ছে, ততই উদ্ধব ঠাকরের উপরে চাপ বাড়াচ্ছেন একনাথ শিন্ডে৷ বিক্ষুব্ধ শিবসেনা নেতা এবার দাবি করলেন, তাঁর সঙ্গে পঞ্চাশ জন বিধায়কের সমর্থন রয়েছে৷ তার মধ্যে ৪০ জনই শিবসেনার৷ শিন্ডের দাবি যদি সঠিক হয়, তাহলে বিজেপি-র সমর্থন পেলে সংখ্যালঘু হয়ে পড়বে উদ্ধব সরকার৷
নতিস্বীকার করবেন উদ্ধব? Photo-PTI
নতিস্বীকার করবেন উদ্ধব? Photo-PTI
advertisement

এনডিটিভি-কে শিন্ডে বলেছেন, 'আমাদের কাছে ৫০ জন বিধায়কের সমর্থন আছে৷ তার মধ্যে ৪০ জন শিবসেনার৷' শিন্ডে আরও দাবি করেছেন, আরও বেশ কয়েকজন বিধায়ক তাঁদের সঙ্গে যোগ দেবেন৷ শিন্ডে বলেন, 'যাঁদের আমাদের উপরে আস্থা রয়েছে, তাঁরা যোগ দেবেন৷ আমরা বালাসাহেবের মতাদর্শকে এগিয়ে নিয়ে যেতে চাই৷ যাঁদের এই সিদ্ধান্ত পছন্দ হবে, তাঁরা আসবেন৷'

advertisement

আরও পড়ুন: "শিন্ডে আমাদের নেতা" ৩৭ বিধায়কের চিঠি ডেপুটি স্পিকারকে! বড় 'চ্যালেঞ্জে' মুখে উদ্ধবরা?

এই মুহূর্তে শিন্ডে এবং শিবসেনার শীর্ষ নেতৃত্ব পরস্পরের উপরে চাপ বৃদ্ধি করে চলেছে৷ ইতিমধ্যেই মহরাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকারের কাছে শিন্ডে সহ ১২ জন বিক্ষুব্ধ নেতার বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়েছে শিবসেনা৷ যদিও এভাবে তাঁদের ভয় দেখানো যাবে না বলে দাবি করেছেন শিন্ডে৷

advertisement

আবার ৩৭ জন বিধায়ক রাজ্যপালকে চিঠি দিয়ে শিন্ডেকে শিবসেনার পরিষদীয় দলনেতা করার দাবি জানিয়েছেন৷ শিন্ডের কাছে এই মুহূর্তে যে সমর্থন রয়েছে, তাতে তিনি বিধানসভায় দলের মধ্যে বিভক্ত করতেই পারেন৷ সিংহভাগ বিধায়কই তাঁর দিকে থাকায় দলত্যাগ বিরোধী আইনও কার্যকর করা যাবে না৷

আরও পড়ুন: 'আমি মাটির মেয়ে', চমকের নাম দ্রৌপদী মুর্মু, বৃহস্পতিবার সেই দিন!

advertisement

চাপে পড়ে অবশ্য কিছুটা নমনীয় হয়েছে শিবসেনা নেতৃত্বও৷ তারা জানিয়েছে, এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে জোট ছেড়ে তারা বেরিয়ে আসতে রাজি, কিন্তু সেক্ষেত্রে চব্বিশ ঘণ্টার মধ্যে বিক্ষুব্ধদের দলে ফিরে আসতে হবে৷ ধীরে ধীরে শিন্ডের সমর্থকরাও সক্রিয় হচ্ছেন৷ মুম্বাই লাগোয়া থানেতে শিন্ডের সমর্থনে একাধিক পোস্টার লাগানো হয়েছে৷

বিজেপি অবশ্য শিবসেনার ভিতরের এই বিদ্রোহে তাদের কোনও ভূমিকা নেই বলে দাবি করেছে৷ কিন্তু তাদের সেই দাবি ঘিরে প্রশ্ন তুলছে ঘটনাক্রম৷ প্রথমে গুজরাত, তার পরে বিজেপি শাসিত অসমে গিয়ে আশ্রয় নিয়েছন শিন্ডে এবং তাঁর অনুগামী বিধায়করা৷ আবার গুয়াহাটির যে হোটেলে শিন্ডে সহ বিক্ষুব্ধ বিধায়করা উঠেছেন, সেখানে তাঁদের সঙ্গে বিজেপি-র অসমের এক মন্ত্রীর ছবি প্রকাশ্যে এসেছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উদ্ধব ঠাকরে অবশ্য জানিয়ে দিয়েছেন, তাঁর পদত্যাগপত্র তৈরিই আছে৷ শিবসেনা বিধায়করা চাইলেই তিনি পদত্যাগ করবেন৷ ক্ষমতা ধরে রাখার ইচ্ছে তাঁর ডিএনএ-তে নেই বলে দাবি করেছেন উদ্ধব৷ তিনি বলেন, 'মনে রাখবেন আমি বালাসাহেবের পুত্র৷'

বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Political Crisis: ৫০ বিধায়কের সমর্থন, দাবি শিন্ডের! কোণঠাসা উদ্ধব শর্ত মানবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল