তাজমহলের রক্ষণাবেক্ষণের প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি কেন্দ্রের প্রতি অসন্তোষ প্রকাশ করে ৷ পাশাপাশি তাজমহলের সংরক্ষণ এবং সুরক্ষার জন্য ভিশন ডকুমেন্টস পেশ করতে না পারায় উত্তরপ্রদেশ সরকারকেও তিরস্কার করেন বিচারপতি মদন বি লোকুর এবং দীপক গুপ্তা ৷
আরও পড়ুন: নৃশংস! একদিনের মধ্যে দু’বার গণধর্ষণের শিকার ১৪ বছরের নাবালিকা
বিচারপতিদের দাবি, ‘৮০ মিলিয়ন দূরে অবস্থিত আইফেল টাওয়ার দেখতে যাওয়ার কি প্রয়োজন ? ওটা তো একটা টিভি টাওয়ারের মতই ৷ তার চেয়ে অনেক কাছে রয়েছে তাজমহল এবং আইফেল টাওয়ারের থেকেও অনেক বেশি সুন্দর ৷ এতে ভারতর অর্থনৈতিক ব্যবস্থারও উন্নতি হয় ৷ কিন্তু তাজমহলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে অলসতা দেখাচ্ছে কেন্দ্র ৷’ এনিয়েই সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে কেন্দ্র ৷
advertisement
বিচারপতিদের মন্তব্য, তাজমহল দর্শন করতে দেশবিদেশ থেকে পর্যটকেরা আসেন ৷ এতে দেশের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হয় ৷ কিন্তু তাজমহলের সুরক্ষা নিয়েই কেন এথ আলস্য কেন্দ্রের ?
আগামী ৩১ জুলাই থেকে তাজমহলের সুরক্ষার বিষয়টি নিয়ে প্রতিদিন শুনানি হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷
কেন্দ্রের পক্ষ থেকে বেঞ্চকে জানানো হয়, আইআইটি কানপুর তাজমহলের ভিতরে ও আশপাশের বায়ু দূষণের স্তর পরীক্ষা করছে। চার মাসে রিপোর্ট দেবে তারা । অন্যদিকে, তাজমহলকে বাঁচাতে কী কী ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়েছে এবং আর কী করা দরকার তা বিস্তারিত জানাতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে বেঞ্চ ।