TRENDING:

Uttar Pradesh: কাজ চলে যাওয়ায় রাগ, চিকিৎসকের শিশুপুত্রের উপরে আক্রোশ মেটালো প্রাক্তন দুই কর্মী

Last Updated:

দু' দিন ধরে শিশুটি নিখোঁজ ছিল৷ পেশায় চিকিৎসক শিশুটির বাবা পুলিশের কাছে ছেলেকে খুঁজে পেতে অভিযোগ দায়ের করেন (Child kidnapped and killed in Uttar Pradesh)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বুলন্দশহর: চরম নৃশংসতার সাক্ষী থাকল উত্তর প্রদেশের (Uttar Pradesh) বুলন্দশহর৷ কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার আক্রোশে এক চিকিৎসকের আট বছরের ছেলেকে অপহরণ করে খুন করল দু' জন৷ অভিযুক্ত দু' জনকেই গ্রেফতার করেছে পুলিশ (Child kidnapped and killed in Uttar Pradesh)৷
ঘটনার দিন, দ্বিতীয় পক্ষের স্ত্রী  তার স্বামীকে হাসপাতালে নিয়ে আসে৷ পুলিশের কাছে সে দাবি করে, বাইকে করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন সঞ্জীব কুমার৷ যদিও গুলি লাগার বিষয়টি গোপন করে যায় মৃতের স্ত্রী৷ প্রতীকী ছবি৷
ঘটনার দিন, দ্বিতীয় পক্ষের স্ত্রী তার স্বামীকে হাসপাতালে নিয়ে আসে৷ পুলিশের কাছে সে দাবি করে, বাইকে করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন সঞ্জীব কুমার৷ যদিও গুলি লাগার বিষয়টি গোপন করে যায় মৃতের স্ত্রী৷ প্রতীকী ছবি৷
advertisement

এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,  দু' দিন ধরে শিশুটি নিখোঁজ ছিল৷ পেশায় চিকিৎসক শিশুটির বাবা পুলিশের কাছে ছেলেকে খুঁজে পেতে অভিযোগ দায়ের করেন৷ তদন্তে নেমে ওই চিকিৎসকেরই প্রাক্তন দুই কর্মী নিজাম এবং শাহিদকে গ্রেফতার করে পুলিশ৷ জেরায় নিজেদের অপরাধের কথা কবুল করে তারা৷ পুলিশ জানতে পারে, শুক্রবার রাতেই শিশুটিকে খুন করা হয়েছে৷ সেদিন সন্ধ্যা থেকেই শিশুটি নিখোঁজ ছিল৷

advertisement

আরও পড়ুন: জলাভূমিতে ভেসে উঠল দেহ, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে যুবকের খুনের অভিযোগ

জানা গিয়েছে, অভিযুক্ত দু' জন ওই চিকিৎসকের কাছে কম্পাউন্ডারের কাজ করত৷ কাজে ভুল করার জন্য বছর দুয়েক আগে তাদেরকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিলেন ওই চিকিৎসক৷ সেই রাগ থেকেই চিকিৎসকের ছেলেকে অপহরণ করে খুন করার পরিকল্পনা করে তারা৷ ধৃতদের জেরা করে ছাতারি থানা এলাকা থেকে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ৷

advertisement

আরও পড়ুন: দু' বছর ধরে বৌদির সঙ্গে প্রেম, হঠাৎই মুখ ঘোরাল বৌদি, তারপর

তদন্তে নেমে সন্দেহভাজনদের তালিকা তৈরি করেছিল পুলিশ৷ তখনই উঠে আসে শাহিদ এবং নিজামের নাম৷ দেবাই এলাকার সার্কেল অফিসার বন্দনা শর্মা বলেন, 'শিশুটির বাবা অভিযোগ জানানোর পরেই শুক্রবার থেকে পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপর হয়েছিল৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

প্রাথমিক তদন্তের ভিত্তিতেই দুই অভিযুক্তকে আটক করে জেরা শুরু করা হয়৷ কিন্তু তাতেও শিশুটিকে ফেরানো সম্ভব হল না৷ শিশুটিকে অপহরণ এবং খুনের অভিযোগে দু' জনকেই গ্রেফতার করেছে পুলিশ৷ যেভাবে আট বছরের নিষ্পাপ শিশুটির উপরে আক্রোশ মেটালো দুই অভিযুক্ত, সেই নৃশংসতায় স্তম্ভিত বুলন্দশহর৷

বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh: কাজ চলে যাওয়ায় রাগ, চিকিৎসকের শিশুপুত্রের উপরে আক্রোশ মেটালো প্রাক্তন দুই কর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল