২৯ মার্চ চাঁদ দেখার মধ্যে দিয়ে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাস শেষ হয়। এক মাসব্যাপী রোজা পালনের পর এই দুই দেশেই ইদ-উল-ফিতর উদযাপিত হবে আজ, ৩০ মার্চ।
তবে ভারতে দিনটি পালিত হবে ৩১ মার্চ। প্রসঙ্গত, ২ মার্চ শুরু হয় পবিত্র রমজান মাস। শেষে পবিত্র চাঁদ মুখ দেখাতেই দেশ জুড়ে ইদ-উল-ফিতর ঘোষিত হল ৩১ মার্চ। লখনউ ঈদগাহের ইমাম মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালি জানান, “আজ ভারতে চাঁদ দেখা গিয়েছে। অর্থাৎ ইদ-উল-ফিতর ৩১ মার্চ উদযাপিত হবে। লখনউ ইদগাহে সকাল ১০ টায় নামাজ পড়া হবে…”
advertisement
আরও পড়ুন: ৪০ ডিগ্রিতেও মুখ থাকবে ফুটফুটে…! রাতে ঘুমানোর আগে লাগান এই ‘তিন’ জিনিস, তফাৎ দেখুন সকালেই
প্রসঙ্গত, শাওয়াল মাসের প্রথম দিন ইদ-উল-ফিতর উদযাপন করেন মুসলিমরা। ইসলামিক লুনার ক্যালেন্ডার অনুযায়ী এটাই দশম মাস। ইদ-উল-ফিতর মুসলিমদের কাছে খুশির পরব। এখানে ‘ইদ’-এর অর্থ ‘উৎসব’ এবং ‘ফিতর’-এর অর্থ ‘উপোস ভাঙা’। একমাসের রোজা ভেঙে উৎসব পালন করা হয় ইদ-উল-ফিতরের দিন।