TRENDING:

বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলবে ১৪ দিন, পরের মিশন 'মহাকাশে মানুষ'

Last Updated:

ইসরো চেয়ারম্যান জানালেন, আগামী ১৪ দিন চন্দ্রযান ২ ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হবে নিরন্তর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: হাল ছাড়ছেন না ইসরোর-র বিজ্ঞানীরা৷ সাফ জানিয়ে দিলেন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান কে শিবন৷ ইসরো চেয়ারম্যান জানালেন, আগামী ১৪ দিন চন্দ্রযান ২ ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হবে নিরন্তর৷
advertisement

শিবনের কথায়, 'এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷ তবে আগামী ১৪ দিন আমরা চেষ্টা করব বিক্রমের সঙ্গে যোগাযোগ করার৷ প্রথম পর্যায়ের কাজ ভালো ভাবে হয়ে গিয়েছে৷ একেবারে শেষ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে৷ তবে অরবিটার রয়েছে৷ আগামী কয়েক বছর আমাদের প্রচুর অজানা তথ্য পাঠাবে৷ আমাদের বৈজ্ঞানিক মিশনে আমরা সফল৷ খানিক প্রযুক্তিগত কারণে একেবারে শেষ মুহূর্তে চূড়ান্ত সাফল্য হাত ছাড়া হল৷ এই মিশনে আমরা প্রায় ১০০ শতাংশ সফল৷ এই প্রথম আমরা চাঁদের দক্ষিণ অংশের তথ্য পাবো৷ বিশ্ব প্রথম এই তথ্য জানতে পারবে৷'

advertisement

তিনি জানান, অরবিটার সাড়ে ৭ বছর কাজ করতে পারবে৷ সেই পরিমাণ জ্বালানি মজুত রয়েছে৷ পুরো চাঁদটাই প্রদক্ষিণ করে তথ্য পাঠাবে৷ ২০২০ সালে গগনযান-সহ একাধিক মহাকাশ গবেষণা প্রকল্পের কাজ চলছে বলেও জানান ইসরো চেয়ারম্যান৷ গগনযান মিশনে সম্ভবত ভারত মহাকাশে মানুষ পাঠাবে৷ ২০১৮ সালের স্বাধীনতা দিবসের ভাষণে গগনযান মিশনের ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

advertisement

আরও ভিডিও: কাঁদছেন ইসরো চেয়ারম্যান, বুকে জড়িয়ে ধরলেন মোদি, দেখুন সেই চোখ ভেজানো মুহূর্তটি!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলবে ১৪ দিন, পরের মিশন 'মহাকাশে মানুষ'