এমনই সময়ে হঠাৎ ভিড়ের উপর আগুন ধরানো কুশপুত্তলিকা পড়ে যায়। সংবাদ সংস্থার খবর, রাবণ দহন দেখতে জড়ো হওয়া বেশ কয়েকজন দর্শক ঘটনার সময় আহত হয়েছেন।
ভিডিওতে দেখা যায় যে রাবণ দহনের সময়ে কুশপুত্তলিকার কাছে দাঁড়িয়ে ছিল একাধিক মানুষ। জলন্ত কাঠামোটি পড়তে শুরু করতেই ছোটাছুটি লেগে যায়। পালাতে শুরু করে সবাই।
আরও পড়ুন: মর্মান্তিক ! চলছিল প্রথম দুর্ঘটনার উদ্ধারকাজ, সেখানেই আবার দুর্ঘটনা, মুম্বইয়ে মৃত ৫, আহত ১৩
দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করে বলা হয়নি। এখনও পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: পুজো শেষ হতেই ফের বাড়ল কোভিড সংক্রমণ! রাজ্যজুড়ে বাড়ছে চিন্তা, দেখুন রিপোর্ট যা বলছে...
প্রতি বছর, দশেরা উদযাপন করা হয় রাবণ দহন করেই। রাবণ, কুম্ভকর্ণ এবং মেঘনাথের কুশপুত্তলিকা পুড়িয়ে উৎসবে মাতেন দেশবাসী। সেখানেই এমন দুর্ঘটনায় আতঙ্কে ভুগছে মানুষ।