সোমবার রাতে এক্স হ্যান্ডলে টুইট করে এই বিষয় নিয়ে জানানো হয় এনসিইআরটির পক্ষ থেকে। সেখানে বলা হয়, পাঠ্যবই থেকে সংবিধানের প্রস্তাবনা বাদ দেওয়ার দাবি ভিত্তিহীন। শুধু তাই নয়, আরও দাবি করা হয়, ‘প্রথমবারের জন্য এনসিইআরটি ভারতের সংবিধানের বিভিন্ন বিষয়গুলির উপর গুরুত্ব দিয়েছে, যার মধ্যে রয়েছে প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার এবং জাতীয় সঙ্গীত’।
advertisement
আরও পড়ুন: ১৪ লাখের চাকরি, ৬০০ বর্গ গজ জমি… বড় পুরস্কার পাচ্ছেন সিরাজ, কে দিচ্ছে জানেন?
একই সুর শোনা যায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের গলাতেও। টুইট করে বিরোধীদের খোঁচা দিয়ে এনসিইআরটির পোস্টকে উদ্ধৃত করে তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “এনসিইআরটির পাঠ্যবই থেকে প্রস্তাবনা বাদ দেওয়ার অভিযোগ ভিত্তিহীন”।
আরও পড়ুন: মাইথন, পাঞ্চেত থেকে বিপুল পরিমাণে জল ছাড়ল ডিভিসি, বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা
সেই সঙ্গে তিনি কংগ্রেসকে আক্রমণ করে লেখেন, “কংগ্রেস সব সময় ভারতের উন্নয়ণ এবং শিক্ষা ব্যবস্থাকে ঘৃণা করে। শুধুমাত্র সংবিধানের প্রস্তাবনা থেকেই সংবিধানের গুরুত্ব প্রকাশ পায়, কংগ্রেসের এই ধারণা থেকেই প্রকাশ পায় সংবিধান নিয়ে কংগ্রেসের কেমন ধারণা। শিক্ষা ব্যবস্থায় একাধিক বিষয় নিয়ে আগেই প্রশ্নের মুখে পড়েছিল কেন্দ্র, এবার সংবিধানের প্রস্তাবনা নিয়েও অনেক প্রশ্নের মুখে পড়েছে।