৪০০ কোটি টাকার জালিয়াতিতে অভিযুক্ত হীরে ব্যাবসায়ী মেহুল চোকসি অ্যান্টিগুয়া থেকে ভিডিও বার্তায় সাফ জানিয়ে দেন, ‘জালিয়াতির অভিযোগ মিথ্যা ৷ ইডি সব ভিত্তিহীন অভিযোগ করেছে ৷’
অ্যান্টিগুয়া থেকে চোকসির আইনজীবী একটি ভিডিও বার্তা পাঠান ৷ সেই ভিডিও বার্তাতেই চোকসি দাবি করেন, ইডি তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে ৷ চোকসির বিরুদ্ধে যেসমস্ত অভিযোগ আনা হয়েছে সেগুলি একেবারেই ভিত্তিহীন ৷
advertisement
চোকসি আরও বলেন, ভারতে তাঁর কোম্পানির ৪ হাজারেরও বেশি শাখা রয়েছে ৷ কোনও একটি কিংবা একাধিক শাখায় আর্থিক গাফিলতির জেরেই ঘটনাটি তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইডি ৷ তবে, এই ঘটনায় তিনি সরাসরি জড়িত নেই বলেই দাবি করেছেন চোকসি ৷
আরও পড়ুন: বীরভূমে তৃণমূল কার্যালয়ে বিস্ফোরণে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
এর পাশাপাশি কিছুদিন আগেই চোকসি জানিয়েছিলেন, ভারতে ফেরার জন্য পাসপোর্ট নেই তার কাছে ৷ গত ২০ ফেব্রুয়ারি মুম্বইয়ের তরফ থেকে বাতিল করে দেওয়া হয় চোকসির পাসপোর্টের আবেদন ৷ নিরাপত্তাজনিত কারণে বাতিল করে দেওয়া হয় তার পাসপোর্ট ৷ কিন্তু নিরাপত্তার কথা বলতে আদতে কি বলতে চাইছে মুম্বইয়ের পাসপোর্ট অফিস ৷ সেই বিষয়ে কোনও তথ্য মেলেনি পাসপোর্টের অফিস থেকে ৷ এমনটাই দাবি চোকসির ৷