দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গের কাছে যে আইটিও অফিস রয়েছে, সেই অফিসের কাছেই থাকা এই ভবন সহ আরও ১১টি এলাকায় বুধবার তল্লাশি চালায় ছিল ইডি। পাশাপাশি, এক সপ্তাহ আগে এই মামলাতেই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধিকে জিজ্ঞাসাবাদ করে। তার কিছুদিন আগেই জিজ্ঞাসাবাদ করা হয় রাহুল গান্ধিকেও। আজকের তদন্তের পর তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কেবলমাত্র ইয়ং ইন্ডিয়ান-এর অফিস আপাতত সিল করে দেওয়া হয়েছে।
advertisement
তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, প্রিন্সিপাল অফিসার মল্লিকার্জুন খাড়গে এই ভবনে প্রবেশ করেছিলেন, এবং কোনও রকম তল্লাশি ছাড়াই সেই ভবন থেকে বেরিয়ে যান। সেই কারণেই প্রিন্সিপাল অফিসারকে একটি আলাদা করে শমন পাঠানো হয়েছে, তাঁকে তল্লাশিতে অংশ নেওয়ার কথা বলা হয়েছে। বলা হয়েছে, তিনি নিজে যখন তল্লাশির কাজের জন্য উপস্থিত হবেন, তখন এই সিল তুলে নেয়া হবে।
আরও পড়ুন: সন্তানের ওজন বেশি? উচ্চ রক্তচাপের সমস্যা ছোট থেকেই ধরছে, জানুন
এ ছাড়াও দিল্লি পুলিশ কংগ্রেসের সদর দফতর ২৪ আকবর রোড এলাকায় বিশেষ ব্যারিকেড তৈরি করেছে। তৈরি রয়েছে বিশেষ বাহিনী, যাতে বিক্ষোভের কারণে কোনও রকম গোলমাল তৈরি না হয়। সেই জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এর আগে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধির বাড়ির চারিদিকে ব্যারিকেড দেওয়া হয়েছিল। কিন্তু পরে তা সরিয়ে নেওয়া হয়।
টুইটারে এই নিয়ে দলীয় ক্ষোভ প্রকাশ করা হয়েছে কংগ্রেসের তরফ। থেকে সেখানে লেখা হয়েছে, পুলিশের কাছে সত্যি কথা কখনোই ভয় পাবে না। এর পরেও কেন্দ্রীয় সরকারকে মুদ্রাস্ফীতি থেকে শুরু করে বেকারত্ব, সমস্ত বিষয়ে প্রশ্ন করা হবে।