শুধু তাই নয়, এই সম্পর্কে আরও বলেন সলিম নুরি ৷ তিনি স্পষ্ট জানান, ‘দোকানের সামনে যদি হালাল সম্পর্কীত সার্টিফিকেটও লাগানো হয়, তাহলে সেটা একেবারেই বিশ্বাসযোগ্য নয় ৷ কারণ কেএফসি কোম্পানি কখনই বিস্তারিতভাবে জানায় না, তাদের তৈরি খাবার গুলো ঠিক কীভাবে তৈরি করা হয়েছে ৷’
নুরি-র কথায়, ‘কেএফসি ও এই জাতীয় যেকোনও দোকান কখনই নিজেদের খাবার ইসলামের নিয়মকানুন মেনে তৈরি করে না ৷ তাই এই ধরণের খাবার খাওয়া মানে ইসলামকে অসম্মান করা ৷ কেএফসির মাংস খাওয়া মানে হারামকে প্রশ্রয় দেওয়া ৷’
advertisement
তবে শুধু কেএফসি নয় ৷ এর আগে জনপ্রিয় মোবাইল গেম ‘পোকেমন গো’ নিয়েও ফতোয়া দারি করেছিল দরগা-এ-আলা হজরত ৷ ফতোয়ায় বলা হয়েছিল ‘পোকেমন গো’ খেলাটি শরিয়তের নিয়ম বিরুদ্ধে ৷ এই খেলা শয়তানে শক্তিকে বৃদ্ধির কথা বলে ৷ যা ইসলাম আইনের বিরুদ্ধে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 16, 2016 6:03 PM IST