আরও পড়ুন: রেল দুর্ঘটনার পর দেহ এল পরিবারের কাছে, কিন্তু রক্তমাখা আধার দেখে চমকে উঠল সকলে!
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, জেনারেল ম্যানেজার শ্রী অমর প্রকাশ দ্বিবেদীর নেতৃত্বে পূর্ব রেল নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে রেল পরিচালনা করছে। কর্মীদের বিভিন্ন নিরাপত্তার বিষয়ে অবগত করতে পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে নিরাপত্তা সেমিনার করা হচ্ছে। রেলওয়ে সেফটি ডিপার্টমেন্টের মাধ্যমে নিয়মিত মেডিক্যাল পরীক্ষা এবং রিফ্রেশার কোর্স করা হচ্ছে। লেভেল ক্রসিং গেটস, ব্রিজ, রেলওয়ে ট্র্যাক, পয়েন্ট ও ক্রসিং ইত্যাদি নিয়মিতভাবে অফিসার এবং সুপারভাইজারদের দ্বারা চেক করা হচ্ছে। যাত্রীরা যাতে নিরাপদে তাঁদের গন্তব্যে পৌঁছতে পারেন, সেটাই এখন পূর্ব রেলের একমাত্র লক্ষ্য।
advertisement
প্রসঙ্গত শিয়ালদহ ও শক্তিগড়ে রেল দুর্ঘটনার পরে কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। যথাযথ নজরদারি নেই বলেও দাবি তোলা হচ্ছিল। তাই বাহানাগা দুর্ঘটনার পরে, রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে নজরদারিতে জোর দেওয়া হল।