নতুন ট্রেন: রেল মন্ত্রক রেল যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি করতে দু’টি নতুন ট্রেন-এর ব্যবস্থা করেছে। যেমন ১৩১৮৯/১৩১৯০ শিয়ালদহ – বালুরঘাট – শিয়ালদহ এক্সপ্রেস ও ১৩৩৩৩/১৩৩৩৪ পাটনা – দুমকা – পাটনা এক্সপ্রেস।
ট্রেনের যাত্রা পথ বৃদ্ধি: ১৮৬১৭/১৮৬১৮ রাঁচী – নিউ গিরিডি এক্সপ্রেস মধুপুর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে, ১৩৪১৩ /১৩৪১৪ ও ১৩৪৮৩/১৩৪৮৪ মালদা টাউন – দিল্লি ফারাক্কা এক্সপ্রেস ভাতিন্দা জংশন পর্যন্ত সম্প্রসারিত হয়েছে।
advertisement
অতিরিক্ত কোচ: বিভিন্ন মেল এক্সপ্রেস ট্রেনে মোট ৪১৫ টি অতিরিক্ত কোচ সংযোজিত হয়েছে যার ফলে যাত্রীদের আসন সংরক্ষণ সহজ হয়েছে।
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
অতিরিক্ত স্টপেজ: ১১ টি এক্সপ্রেস ট্রেনে বিভিন্ন স্টেশনে অতিরিক্ত স্টপেজের ঘোষণা হয়েছে। এরফলে মির্জা চৌকী, বরাকর, দুবরাজপুর, পাকুড়, এই সব স্টেশনে এখন আরও অনেক ট্রেন দাঁড়াচ্ছে। এলএইচবি কনভার্সন: ১৩১৪৫/১৩১৪৬ কলকাতা – রাধিকাপুর এক্সপ্রেস-এর রেক আইসিএফ থেকে সম্পূর্ণভাবে এলএইচবি রেকে পরিবর্তন করা হয়েছে। এরফলে এই ট্রেনে যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
পূর্ব রেলের তরফে যাত্রী সুরক্ষার কথা বলে একাধিক পদক্ষেপের তালিকা দেওয়া হলেও, দেরিতে ট্রেন চলাচল নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটে বসে আছে রেল। জানুয়ারি মাসেই রেকর্ড দেরিতে চলেছে রাজধানী এক্সপ্রেস। এছাড়া দেরিতে চলা কার্যত অভ্যাসে পরিণত হয়ে গেছে লোকাল ট্রেনের। হাওড়া ডিভিশনে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ মিনিট দেরিতে লোকাল ট্রেন চলাচল করছে। এমনকি শিয়ালদহ ডিভিশনেও মাঝে মধ্যেই এই ঘটনা ঘটছে৷ তবে পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে যাত্রী সুরক্ষায় জবরদখল সরানো হবে বিভিন্ন স্টেশন থেকে।