লাইন বদলের সময় ক্ল্যাপিং ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখে রিপোর্ট দেবেন।আগে একজন প্যানেল দেখতেন, একজন দেখতেন ট্রেন সিগন্যাল রেজিস্টার।এখন থেকে একজনকে কেবিন ছেড়ে পয়েন্টে নজরদারি করতে হবে৷
ওড়িশায় ঘটে যাওয়া ভয়ঙ্কর রেল দুর্ঘটনার তদন্ত এখনও চলছে৷ ইতিমধ্যেই বেশ কিছু বিস্ফোরক তথ্য তদন্তে উঠে এসেছে৷ তার মধ্যে অন্যতম হল পয়েন্টের গোলমাল৷ আর সেই গোলমালের পেছনে উঠে এসেছিল, যে পয়েন্টসম্যান দায়িত্বে যিনি ছিলেন, তিনি কোনওভাবে ক্ল্যাপিং করতে ভুলে গিয়েছিলেন৷
advertisement
আরও পড়ুন: মুখের স্বাদ ফেরাবে টক-ঝাল-মিষ্টি চাট! এখানকার আলু টিক্কি চাট চেখে না দেখলেই নয়
এই অবস্থায় পূর্ব রেলের হাওড়া ডিভিশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জমা দেওয়া হয়েছে৷ করমণ্ডলের দুর্ঘটনায় ঘটে যাওয়া পয়েন্টের সমস্যাকে মাথায় রেখেই যে বাড়ানো হচ্ছে নজরদারি, তা একরকম স্পষ্ট৷ নোটিফিকেশনে উল্লেখ রয়েছে বারবার রেল দূর্ঘটনা ঘটেছে৷ সেক্ষেত্রে নজরে আসছে পয়েন্টের গোলমাল। সেই কারণেই বাড়তি নজরদারি।