National Center of Seismology-র তথ্য অনুযায়ী, নয়ডা থেকে দক্ষিণ পূর্ব দিকে ১৯ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎস্যস্থল ছিল৷ কম্পনের জেরে এলাকায় যথেষ্টই আতঙ্ক ছড়ায়৷ আতঙ্কিত হয়ে লোকজন বাইরে বেরিয়ে এলেও কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি৷
প্রসঙ্গত, গত শুক্রবারই দিল্লি- এনসিআর এলাকায় ভূমিকম্প অনুভূত হয়৷ পর পর দু' বার কেঁপে উঠেছিল এলাকা৷ রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল ৪.৬৷ সেই কম্পনের উৎসস্থল ছিল হরিয়ানার রোহতক জেলা৷ গত শুক্রবারের সেই কম্পন ১০ সেকেন্ড স্থায়ী হয়েছিল৷ গত বেশ কিছুদিন ধরেই একাধিকবার দিল্লি এবং সংলগ্ন এলাকায় অল্প তীব্রতার একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে৷ লকডাউন চলাকালীন দিল্লি বা তার সংলগ্ন এলাকায় পাঁচবার কম্পন অনুভূত হয়েছে৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 03, 2020 11:58 PM IST