TRENDING:

Earthquake: কাকভোরে কেঁপে উঠল ঘরবাড়ি! দেশের এই এলাকায় জোরালো ভূমিকম্প

Last Updated:

Earthquake: এদিন ভোর ৪টে ১৭ মিনিটে কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৪ .৩

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আন্দামান-নিকোবর: ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর। এদিন ভোর ৪টে ১৭ মিনিটে কেঁপে ওঠে আন্দামান। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৪ .৩। একই সঙ্গে ভারতের উত্তরাখাণ্ডের পিথোরাগড়েও ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ২.২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল।
কাকভোরে কেঁপে উঠল ঘরবাড়ি
কাকভোরে কেঁপে উঠল ঘরবাড়ি
advertisement

মাত্র ক দিন আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের একাংশ। রিখটার স্কেলে এই কম্পণের মাত্রা ৬। চলতি বছরে এই দ্বীপপুঞ্জে এটি ছিল তৃতীয় ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পোর্ট ব্লেয়ারের ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ৬৯ কিলোমিটার গভীরে আঘাত হানে।

advertisement

এর আগে, এই বছরের জানুয়ারিতে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান সাগরে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল ৭৭ কিলোমিটার। এই বছরের মার্চ মাসে দ্বীপগুলির নিকোবর অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে ভূমিকম্পটি ছিল ১০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন, MLA হস্টেলের পরে এসএসসি অফিস, থালা হাতে তুমুল বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

advertisement

আরও পড়ুন, ‘ধনখড় এমন করেননি…’ এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে নতুন রাজ্যপালকে আক্রমণ মমতার

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

এপ্রিলে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মিজোরাম এবং ক্যাম্পবেল উপসাগরে দুটি ভূমিকম্প আঘাত হেনেছিল। রিখটার স্কেলে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প ক্যাম্পবেল উপসাগরে আঘাত হানে এবং মিজোরামে রিখটার স্কেলে ৪.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

বাংলা খবর/ খবর/দেশ/
Earthquake: কাকভোরে কেঁপে উঠল ঘরবাড়ি! দেশের এই এলাকায় জোরালো ভূমিকম্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল