মায়ানমারে ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও ঘরছাড়া একাধিক মানুষ। সেই স্মৃতি ভোলার আগেই এবার নেপাল ও দিল্লিতে কেঁপে উঠল পায়ের তলার জমি। কিছুদিন আগে নেপালে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। এবার আবার। ফের হতে পারে ভূমিকম্প, সেই ভয়ে এখন ঘরছাড়া একাধিক মানুষ।
advertisement
শুক্রবার সকালে নেপালে ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন উত্তর ভারতের দিল্লি-এনসিআর অঞ্চল পর্যন্ত অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ২০ কিমি গভীরে।
এই ভূমিকম্প মায়ানমার ও থাইল্যান্ডে ঘটে যাওয়া সাম্প্রতিক ধ্বংসাত্মক ভূমিকম্পের কিছুদিন পরেই ঘটল। মায়ানমারে সেই ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছিল।
আরও পড়ুন: পরিবারে রোজ অশান্তি, সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত! চার সন্তানকে নিয়েই কুয়ায় ঝাঁপ মা-এর…
ভূমিকম্পের সময় কী করবেন: অবিলম্বে কোনও টেবিল, ডেস্ক বা শক্ত কাঠামোর নিচে আশ্রয় নিন। মাথা ও ঘাড় হাত দিয়ে ঢেকে রাখুন। যদি ঘরের বাইরে থাকেন, তাহলে খোলা জায়গায় দাঁড়ান – ভবন, গাছ বা বিদ্যুতের খুঁটির থেকে দূরে থাকুন। এলিভেটর ব্যবহার করবেন না। সিঁড়ি ব্যবহার করুন। যদি গাড়িতে থাকেন, তাহলে রাস্তার পাশে নিরাপদ জায়গায় থামুন এবং ভিতরে থাকুন যতক্ষণ না কম্পন থামে।
কী করবেন না: দৌড়াদৌড়ি বা হুড়োহুড়ি করবেন না। জানালার পাশে বা ভারী জিনিসের নিচে দাঁড়াবেন না। ধ্বংসস্তূপ বা পুরনো ভবনের কাছে যাবেন না। ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব নয়, তবে সচেতনতা এবং সতর্কতা প্রাণ বাঁচাতে পারে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।