ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাতেও। দক্ষিণ কলকাতার কিছু অংশেও অনুভব করা গয়েছে ভূমিকম্প। রাজ্যের একাধিক জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। নদিয়ার কৃষ্ণনগর-সহ গোটা রাজ্যে কম্পন অনুভূত হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের টাকি, হিঙ্গলগঞ্জ-সহ বেশ কিছু এলাকায় হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত বিশেষ ক্ষয়ক্ষতির খবর নেই। মুর্শিদাবাদ জেলার বহরমপুর ও কান্দি-সহ বেশ কিছু জায়গায় মৃদু ভূমিকম্প অনুভব হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ শনিবার ছুটির সকালে ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ, রিখটার স্কেলে তীব্রতা ৫.৬
ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভব করেছেন স্থানীয় বাসদিন্দারা। মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে শিলিগুড়িতে। দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট, হিলি, গঙ্গারামপুর বুনিয়াদপুর-সহ বেশ কিছু জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ সকালে ভূকম্পন অনুভূত হয়েছে লাদাখ ও তার সংলগ্ন এলাকায়। রিখটার স্কেলে তীব্রতা ৩.৪। সকাল আট’টা পঁচিশ নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হয়েছে ত্রিপুরায়। উল্লেখ্য, বাংলাদেশের কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, রামগঞ্জ থেকে ৫ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের ৫৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। বাংলাদেশের সব জেলা থেকেই কম্পন অনুভব করেছেন বাসিন্দারা।