মৃদু এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ধার ছাড়াও বারওয়ানি ও আলিরাজপুরেও ভূমিকম্প অনুভূত হয়েছে। আতঙ্কে অনেকে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরবর্তী অঞ্চলগুলিকে ভূমিকম্পের জন্য অত্যন্ত সংবেদনশীল বলে মনে করা হয়।
প্রসঙ্গত, রবিবার শুধুমাত্র মধ্যপ্রদেশ নয়, অরুণাচল প্রদেশেও ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৮। জাতীয় ভূমিকম্প গবেষণা কেন্দ্রের রিপোর্ট অনুসারে, এদিন দুপুর ১২টা বেজে ১২ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে এই অঞ্চল। শুধু অরুণাচল প্রদেশ নয়, উত্তর মধ্য অসম ও পূর্ব ভূটানের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
advertisement
এর আগে গত ১৬ তারিখ ভূমিকম্প অনুভূত হয়েছে মেঘালয়তে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৯। জাতীয় ভূমিকম্প গবেষণা কেন্দ্রের রিপোর্ট অনুসারে, এদিন সকাল ৬টা বেজে ২৬ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে মেঘালয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে ভূপৃষ্ঠ থেকে ৪৬ কিলোমিটার গভীরে। শুধু মেঘালয় নয়, অসম ও গুয়াহাটির বেশ কিছু এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
আরও পড়ুন, ফের ভূমিকম্প ভারতে! কেঁপে উঠল দেশের এই রাজ্য
আরও পড়ুন, কাটছে না আতঙ্ক! ফের ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ, অসম
ফেব্রুয়ারির ১৩ তারিখ সিকিমের কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কারণে কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩।